নয়াদিল্লি, 30 নভেম্বর : ওমিক্রন নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই ৷ অধিকাংশ ভারতীয় ওমিক্রন এবং করোনার অন্য যেকোনও ভ্য়ারিয়্যান্ট থেকে সুরক্ষিত (most indians are protected from the covid new variant omicron) ৷ এমনটাই জানালেন বিশিষ্ট ভাইরোলজিস্ট ড. শাহিদ জামিল (Eminent virologist Dr. Shahid Jameel) ৷
ভারতের সার্স-কোভ-2 জিনোমিক্স কনসোর্টিয়া (INASACOG)-র পরামর্শদাতা গ্রুপের প্রাক্তন প্রধান হিসেবে কাজ করেছেন জামিল ৷ তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন ৷ তবে একইসঙ্গে তিনি মাস্ক ব্যবহার ও করোনা নিয়ে সচেতন থাকার সতর্কবার্তাও দিয়েছেন ৷
তিনি বলেন, ‘‘আমরা সচেতন থাকব ৷ কিন্তু আতঙ্কিত হব না ৷ ডেল্টা ভ্যারিয়্যান্টের জন্য ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব মারাত্মক হয়েছিল ৷ যা ভাবা হয়েছিল, তার থেকে অনেক বেশি লোক আক্রান্ত হন ৷ চতুর্থ জাতীয় সেরো সার্ভে-তে (fourth National Sero-survey) এর প্রভাব চোখে পড়েছে ৷ দেখা গিয়েছে যে, দেশের 67 শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি রয়েছে ৷ যখন দেশে করোনার প্রতিষেধক দেওয়ার পরিমাণ কম ছিল, সেই সময় এই সংখ্যাটা ছিল 930-940 মিলিয়ন ৷ ফলে সংক্রমণ থেকেই এই অ্যান্টিবডি তৈরি হয়েছিল ৷’’