পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোভিডের চিকিৎসার ওষুধ বারিসিটিনিভ তৈরি করবে ড. রেড্ডি’স - বারিসিটিনিভ ওষুধ

করোনা আক্রান্ত যে রোগীদের অক্সিজেন সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে রেমডিসিভিরের সঙ্গে এই ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে ৷ স্বাস্থ্যমন্ত্রকের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন এই ওষুধটি শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ৷

কোভিডের চিকিৎসার ওষুধ বারিসিটিনিভ তৈরি করবে ড. রেড্ডি’স
কোভিডের চিকিৎসার ওষুধ বারিসিটিনিভ তৈরি করবে ড. রেড্ডি’স

By

Published : May 12, 2021, 3:29 PM IST

হায়দরাবাদ, 12 মে: ভারতে বারিসিটিনিভ ওষুধ তৈরি ও তার বাণিজ্যিকীকরণের কাজ শুরু করল ড. রেড্ডি’স ৷ তাদের তরফে বুধবার এই ঘোষণা করা হয়েছে ৷ এর জন্য তারা শুল্ক-মুক্ত একটি চুক্তি করেছে ইলি লিলি নামে একটি সংস্থার সঙ্গে ৷

করোনা আক্রান্ত যে রোগীদের অক্সিজেন সংক্রান্ত সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে রেমডিসিভিরের সঙ্গে এই ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা যেতে পারে ৷ স্বাস্থ্যমন্ত্রকের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অরগানাইজেশন এই ওষুধটি শুধুমাত্র জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে ৷ তাই হায়দরাবাদ স্থিত এই সংস্থার এই ওষুধ নির্মাণের চুক্তি ভারতের বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷

সংস্থার এপিআই অ্যান্ড সার্ভিসেস-এর চিফ ইক্সিকিউটিভ অফিসার দীপক সাপরা জানিয়েছেন, শুরু থেকেই তাঁরা কোভিড-19 এর বিরুদ্ধে কাজ করার সবরকম চেষ্টা করছিলেন ৷ এই চুক্তির ফলে ভারতে করোনা রোগীদের সাহায্যার্থে আরও একটি ওষুধের ব্যবস্থা করা যাবে ৷ এদিকে ড. রেড্ডি’স ছাড়াও ভারতের আরও বেশ কয়েকটি ওষুধ নির্মাণকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে ইলি লিলি ৷ ওই সংস্থাগুলিও বারিসিটিনিভ ওষুধটি তৈরি করবে ৷

আরও পড়ুন :মিউকোরমাইকোসিস সংক্রমণে মৃত্যু দুই কোভিড রোগীর, মহারাষ্ট্রের থানেতে

প্রসঙ্গত, ভারতে গত প্রায় দু’মাস ধরে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ চলছে ৷ তাতে নাস্তানাবুদ গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থা ৷ অক্সিজেনের হাহাকার, বেড মিলছে না ৷ ওষুধ নিয়ে কালোবাজারির অভিযোগ উঠছে ৷

ABOUT THE AUTHOR

...view details