পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dr Kamal Taori: সাধু হয়েই জীবন কাটাচ্ছেন প্রাক্তন আমলা ! কমল তাওরি এখন স্বামী কমলানন্দ মহারাজ - ড কমল তাওরি

প্রাক্তন আইএএস আধিকারিক ড. কমল তাওরি (Dr Kamal Taori) এখন স্বামী কমলানন্দ মহারাজ (Swami Kamalanand Maharaj) ৷ কী তাঁর জীবনের 'কাহিনি' ?

Dr Kamal Taori former IAS officer who became saint
Dr Kamal Taori: সাধু হয়েই জীবন কাটাচ্ছেন প্রাক্তন আমলা !

By

Published : Nov 5, 2022, 7:30 PM IST

Updated : Nov 5, 2022, 8:05 PM IST

শ্রীনগর (উত্তরাখণ্ড), 5 নভেম্বর: সেনাবাহিনীতে উঁচু পদে চাকরি, তারপর আইএএস হয়ে তিন দশকেরও বেশি সময় ধরে আমলার দায়িত্ব সামলানো, পাশাপাশি, গ্রামীণ উদ্যোগ নিয়ে পিএইচডি ! যে মানুষটা এত কিছু করে ফেলেছেন, তাঁর অবসর জীবনযাপন এলাহি হওয়াই স্বাভাবিক ৷ কারণ, আমলা পদে থাকার কারণে তাঁর অবসরকালীন ভাতাও আকাশছোঁয়া ৷ কিন্তু, ড. কমল তাওরির (Dr Kamal Taori) 'কাহিনি' একটু অন্যরকম ৷

2006 সালে আমলা পদ থেকে অবসর গ্রহণ করেন কমল ৷ আর তারপরই সন্ন্যাস গ্রহণ করেন তিনি ! তাঁর আচার-আচরণ যে ছকভাঙা, তা কমল নিজেও জানেন এবং মানেন ৷ তবু নিজের সিদ্ধান্ত নিয়ে কোনও আফসোস নেই বৃদ্ধের ৷ তবে, এখন আর তিনি ড. কমল তাওরি নন ৷ সেই পরিচয় পিছনে ফেলে তিনি হয়ে উঠেছেন স্বামী কমলানন্দ মহারাজ (Swami Kamalanand Maharaj) ৷

আরও পড়ুন:লা গণেশনের বাড়ির অনুষ্ঠানে ছেন্দা বাজালেন মমতা

ড. তাওরি ভারতীয় সেনাবাহিনীতে 6 বছর চাকরি করেছিলেন ৷ কর্নেল পদে পৌঁছনোর পরই আইএএস পাশ করেন তিনি ৷ সেনার চাকরি ছেড়ে যোগ দেন কেন্দ্রীয় সরকারি মন্ত্রকে ৷ কাজ শুরু করেন সংশ্লিষ্ট দফতরের সচিব হিসাবে ৷ সেটা ছিল 1968 সাল ৷ সেই থেকে 2006 সাল পর্যন্ত প্রশাসনের একেবারে শীর্ষস্তরে থেকে নানা দায়িত্ব সামলাতে হয়েছে তাঁকে ৷ এখন অবশ্য সেসবই অতীত ৷

ইটিভি ভারতকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কমল জানালেন, গত 16 বছর ধরে সারা পৃথিবী ঘুরেছেন তিনি ৷ সর্বত্রই একটা সমস্যা তাঁর চোখে পড়েছে ৷ সেই সমস্য়া কৃষি সংক্রান্ত ৷ কমল মনে করেন, মানুষ যদি কৃষির উন্নয়নে মন দেয়, তাহলেই অনায়াসে দেশের সামগ্রিক উন্নতি হবে ৷ এখন তিনি নিজে একজন সাধু ৷ যাঁদের সঙ্গে থাকেন, তাঁরাও তাই ৷ কমল বলেন, "একজন সাধু হিসাবে আমি সকলকে গরু পোষার পরামর্শ দেব ৷"

একই সঙ্গে, ভারতীয় শিক্ষার প্রসারে পুরনো দিনের মতোই ফের একবার গুরুকুল স্থাপনের পক্ষেও সওয়াল করেছেন কমল ৷ পাশাপাশি, তাঁর মনে হয়, উন্নয়নের প্রশ্নে দেশবাসীর কখনই সম্পূর্ণভাবে সরকারের উপর নির্ভরশীল হওয়া উচিত নয় ৷ বদলে প্রত্যেকেরই স্বনির্ভর হওয়া দরকার ৷ কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিক অগ্নিবীর প্রকল্পকেও সমর্থন করেছেন এই প্রাক্তন আমলা ৷ তাঁর মতে, সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও এমন প্রকল্প আনা উচিত ৷

Last Updated : Nov 5, 2022, 8:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details