পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Odisha Rail Accident: পরিষেবা স্বাভাবিক করতে মরিয়া রেল, আজকের ডাউন লাইনের কাজ সম্পূর্ণ হবে; ঘোষণা রেলমন্ত্রীর - করমণ্ডল এক্সপ্রেসের

তিনটি ট্রেনের সংঘর্ষে কার্যত দুমড়ে মুচড়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের অধিকাংশ বগি ৷ লাইনচ্যুত হয়ে যায় ডাউন যশবন্তুপুর এক্সপ্রেসের কয়েকটি বগিও ৷

Etv Bharat
পরিষেবা স্বাভাবিক করতে মরিয়া রেল

By

Published : Jun 4, 2023, 4:41 PM IST

বালাসোর, 4 জুন:হাওড়া থেকে চেন্নাইগামী আপ করমণ্ডলের সঙ্গে একটি মালগাড়ি এবং অন্য আরও একটি সুপারফাস্ট ট্রেনের সংঘর্ষের জেরে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি ট্র্যাক ৷ স্বভাবতই অনির্দিষ্টকালের জন্য ওই রুটে বন্ধ রেল পরিষেবা ৷ যার মধ্যে ডাউন মেইন লাইনের কাজ রবিবারের মধ্য়ে শেষ হয়ে যাবে বলে জানালেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ এমনকী সেটা যে রাত 12টা'র মধ্যে, সে সময়ও নির্দিষ্ট করে দিয়েছেন রেলমন্ত্রী ৷

তিনটি ট্রেনের সংঘর্ষে কার্যত দুমড়ে মুচড়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের অধিকাংশ বগি ৷ লাইনচ্যুত হয়ে যায় ডাউন যশবন্তুপুর এক্সপ্রেসেরও কয়েকটি বগিও ৷ ধনুকের মতো বেঁকে উপড়ে যায় ডাউন লাইনটিও ৷ ওড়িশা সরকারের পরিসংখ্যান অনুযায়ী এই ভয়াবহ সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে 275 জন যাত্রীর ৷ আহত প্রায় এক হাজারেরও বেশি যাত্রী ৷ আর এর পরই বন্ধ হয়ে যায় দক্ষিণ ভারতগামী রেল পরিষেবা ৷ প্রায় প্রতিদিনই বাতিল করা হয়েছে কলকাতা এবং হাওড়া থেকে দক্ষিণের রাজ্যে যাওয়ার একাধিক এক্সপ্রেস ট্রেন ৷ যদিও ঘটনাস্থল পরিদর্শনের পর শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, যত দ্রুত সম্ভব রেল পরিষেবা সচল করাই এখন সরকারের মূল লক্ষ্য ৷ এরপর রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় কাজে নামে রেল কর্তৃপক্ষ ৷ কাজের তদারকি করেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ আর রবিবার টুইট করে রেলমন্ত্রী জানিয়ে দিলেন, ডাউন লাইনের কাজ শেষ ৷ সুতরাং দ্রুত যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা রেলমন্ত্রীর টুইটেই স্পষ্ট ৷

দুর্ঘটনাস্থল থেকে এদিন রেলমন্ত্রী জানান, কী কারণে এই দুর্ঘটনা তা ইতিমধ্যেই জানতে পেরেছে রেল ৷ একইসঙ্গে প্রাথমিক কারণও চিহ্নিতও করা গিয়েছে ৷ আর রেলমন্ত্রীর এই বক্তব্য শোনা গেল রেল বোর্ডের কর্তাদের মুখেও ৷ তবে কী কারণে এই দুর্ঘটনা, তা জনতে পারলেও প্রকাশ করতে নারাজ রেল বোর্ডের কর্তারা ৷ তবে তাঁদের দাবি, কবচ বা অ্যান্টি কলিসন সিস্টেমের সঙ্গে এই দুর্ঘটনার কোনও সম্পর্ক নেই ৷ পাশাপাশি রেল দ্রুত পরিষেবা সচল করতে বদ্ধপরিকর বলেও জানানো হয়েছে ৷

আরও পড়ুন:নবীনকে ফোন করে খোঁজ নিলেন মোদি, ক্ষতিপূরণ ঘোষণা ওড়িশা সরকারের

অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডি দুর্ঘটনায় মৃতদের প্রত্যেককে 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন রবিবার ৷ পাশাপাশি গুরুতর আহতদের প্রত্যেককে পাঁচ লক্ষ টাকা এবং যারা সামান্য আহত হয়েছেন তাদের প্রত্যেককে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details