নয়াদিল্লি, 30 এপ্রিল : দিল্লি সরকারের হাতে এখনও করোনার ভ্যাকসিন এসে পৌঁছয়নি ৷ আগামিকাল বা তার পরের দিন ভ্যাকসিন পেতে পারে দিল্লির সরকার ৷ শুক্রবার এমনই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
তিনি জানান, সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে তাঁরা যোগাযোগ রেখে চলেছেন ৷ অন্তত তিন লক্ষ কোভিশিল্ড দিল্লিকে দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে ৷ তাই শনিবারই করোনার টিকাকরণ কেন্দ্রের বাইরে ভিড় না জমানোর অনুরোধ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী ৷
এর সঙ্গে তিনি জানিয়ছেন যে ভ্যাকসিন এলে ঘোষণা করা হবে ৷ যাঁরা ভ্যাকসিন নেওয়ার জন্য অ্যাপোয়েন্টমেন্ট নিয়েছেন, তাঁরা তখন ভ্যাকসিন পাবেন ৷
আরও পড়ুন :মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম দফার চিকিৎসা সরঞ্জাম পৌঁছল ভারতে
প্রসঙ্গত, আগামিকাল মে মাসের প্রথম দিন ৷ ওই দিন থেকেই 18 বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের সকলের ভ্যাকসিন পাওয়ার কথা ৷ ইতিমধ্যে অনেকে রেজিস্ট্রেশনও করে ফেলেছেন ৷ এতদিন কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কিনে রাজ্যগুলিকে দিচ্ছিল ৷ এবার থেকে রাজ্যগুলিও কিনতে পারবে ভ্যাকসিন ৷ সেই মতো দিল্লির কেজরিওয়াল সরকার সেরাম (কোভিশিল্ড) ও ভারত বায়োটেকের (কোভ্যাকসিন) কাছে মোট 67 লক্ষ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে ৷ আগামী তিন মাসে ওই দুই সংস্থা দিল্লির সরকারকে ভ্যাকসিন সরবরাহ করবে ৷