থানে, 31 জুলাই :‘‘জিএসটি (GST) দেওয়া বন্ধ করে দিন ৷ তাহলেই দেখবেন, শুধু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেই (Uddhav Thackeray) নন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Prime Minister Narendra Modi) আপনাদের দরজায় এসে হাজির হয়েছেন ৷’’ রেশন দোকানের সর্বভারতীয় সংগঠনের (All-India Fair Price Shop Association) সদস্যদের এমনটাই পরামর্শ দিলেন প্রহ্লাদ মোদি (Prahlad Modi) ৷ তিনি যেমন-তেমন কোনও মানুষ নন ৷ স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই !
আরও পড়ুন :করের সংখ্যা কমেছে, স্বচ্ছতা বেড়েছে ; জিএসটির বর্ষপূর্তিতে বললেন প্রধানমন্ত্রী
করোনায় বেহাল দশা ব্যবসা, বাণিজ্যের ৷ মুনাফা দূরে থাক, লোকসানের বোঝা সামলাতে না পেরে অনেকেই পসার গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন ৷ নানা কারণে ক্ষতির মুখে পড়েছেন রেশন দোকানের মালিকরাও ৷ ব্যতিক্রম নন মহারাষ্ট্রের রেশন দোকানের মালিকরাও ৷ তাঁদের অভিযোগ, সরকার তাঁদের কথা শুনছে না ৷ পূরণ করা হচ্ছে না কোনও দাবি ৷ মহারাষ্ট্রের থানে জেলায় এই রেশন দোকানিদের নিয়ে একটি সভা করেন প্রহ্লাদ ৷ সেখানেই তিনি জানান, তিনি নিজেই সাড়ে ছ’লাখ রেশন দোকান মালিকের প্রতিনিধি ৷ তাঁদের দুর্দশা যে তাঁর অজানা নয়, সেকথাও স্পষ্ট করে দেন প্রহ্লাদ ৷
প্রধানমন্ত্রীর ভাইয়ের সাফ কথা, সরকার ন্যায্য দাবি না মানলে তা আদায় করে নিতে হবে ৷ প্রয়োজনে রেশন দোকানের মালিকদের বিক্ষোভে বসারও পরামর্শ দেন প্রহ্লাদ ৷ প্রসঙ্গত, তাঁর অন্য একটি পরিচয় হল অল-ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ অ্য়াসোসিয়েশনের সহ-সভাপতি ৷ তাঁর বক্তব্য, সরকার যদি দাবি না শুনতে চায়, তাহলে তাকে আমজনতার দরজায় টেনে আনতে হবে ৷ এই প্রসঙ্গেই প্রহ্লাদ বলেন, ‘‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত আপনারা জিএসটি দেওয়া বন্ধ করে দিন ৷ তাহলেই দেখবেন, শুধু মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেই নন, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আপনাদের দরজায় এসে হাজির হবেন ৷ আমরা গণতান্ত্রিক দেশে বাস করি ৷ কারও চাকরগিরি (গুলামি) করি না ৷’’
আরও পড়ুন :RIP GST, একে খারাপ আইনে পরিণত করেছে বিজেপি: চিদম্বরম
প্রসঙ্গত, করোনা আবহে লকডাউন ও বিধিনিষেধ ভাঙার অভিযোগে বহু রেশন দোকানের মালিকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ মহারাষ্ট্রের উল্লাসনগর এবং অম্বরনাথে এমন অসংখ্য ঘটনা ঘটেছে ৷ প্রহ্লাদের কাছে সংগঠনের সদস্যরা জানান, সরকার যাতে অবিলম্বে এই মামলাগুলি প্রত্যাহার করে নেয়, তা নিশ্চিত করতে হবে ৷ এদিকে, লকডাউনে যেভাবে অন-লাইন ব্যবসার বাড়বাড়ন্ত শুরু হয়েছে, তাতে তাঁদের সমস্যা আরও বেড়েছে বলেও জানিয়েছেন রেশন দোকানের মালিকরা ৷ একইসঙ্গে, মুম্বই শহরতলির দু’টি জিন্স কাচার ইউনিট যাতে ফের চালু করা হয়, সংগঠনের অন্দর থেকে তেমন দাবিও উঠেছে ৷