মালেগাঁও, 27 মার্চ: রাহুলের সাংসদ পদ খারিজের ঘটনায় বিজেপি বিরোধী বিভিন্ন দলকে পাশে পেয়েছে কংগ্রেস। রাজনৈতিক মহলের একটা অংশ মনে করছে, বিভিন্ন বিরোধী দলের এভাবে কাছাকাছি আসা বিজেপির পক্ষে কিছুটা হলেও অস্বস্তির কারণ হতে পারে। তবে এবার যেন কিছুটা ছন্দপতনের ইঙ্গিত মিলল। পদ খারিজ হওয়ার 24 ঘণ্টা পর শনিবার দুপুরে কংগ্রেসের সদর দফতর থেকে সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে আরও একবার বাক্যবাণে বিদ্ধ করেন রাহুল। বক্তব্যের এক জায়গায় তাঁকে বলতে শোনা যায় তিনি গান্ধি, সাভারকর নন যে ক্ষমা চাইবেন। একথা বলে উদ্ধব ঠাকরের সমালোচনার মুখে পড়লেন রাহুল (Uddhav slammed Rahul over his comment on Veer Savarkar)।
স্পষ্ট ভাষায় রবিবার মালেগাঁওর এক অনুষ্ঠানে মহারাষ্ট্রের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, "সাভারকার আমাদের কাছে ভগবান। তাঁর অপমান সহ্য করার কোনও প্রশ্নই ওঠে না । এনসিপি এবং কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গড়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করতে চেয়েছিলাম। আমাদের এখনও একসঙ্গে পথ চলা দরকার । তবে রাহুল গান্ধি যদি এভাবে অকারণে প্ররোচিত করে সময় নষ্ট করেন তাহলে গণতন্ত্রই সংকটে মুখে পড়বে।" প্রাক্তন মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট এই ধরনের মন্তব্য কংগ্রেস এবং শিবসেনার কাছাকাছি আসার ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে।