নয়াদিল্লি, 28 নভেম্বর: পাকিস্তানের শিল্পীদের ভারতে অভিনয় বা কাজ করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা বলবৎ করতে হবে ৷ এমনই দাবি নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ মঙ্গলবার শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিয়েছে ৷ আদালত এই মামলার আবেদনকারীরে সংকীর্ণমনস্ক বলেও জানিয়েছে ৷
সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও এসভি এন ভাট্টির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই মামলা এ দিন উঠেছিল ৷ সেখানে বেঞ্চ আবেদনকারীর আইনজীবীকে জানিয়ে দেয় যে তারা আবেদন গ্রহণ করতে আগ্রহী নয় । বেঞ্চ বলে, “আপনি এই আপিল করবেন না । এত সংকীর্ণ হবেন না ।" শীর্ষ আদালতের এই বেঞ্চ আবেদনকারীর বিরুদ্ধে হাইকোর্টের করা কিছু মন্তব্য বাতিল করার আবেদনও প্রত্যাখ্যান করেছে ।
এই মামলার আবেদনকারী ছিলেন ফায়েজ আনোয়ার কুরেশি ৷ তিনি নিজেকে একজন সিনেমা-কর্মী ও শিল্পী বলে দাবি করেন ৷ এর আগে তিনি একই দাবি নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷ সেখানে তাঁর আবেদন খারিজ হয়ে যায় ৷ হাইকোর্ট আবেদনকারীকে জানিয়েছিল যে দেশপ্রেমিক হতে হলে যে বিদেশর সঙ্গে বিশেষ করে প্রতিবেশী দেশের প্রতি শত্রুতা পোষণ করা উচিত নয়, সেটা বোঝা উচিত ।