পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Domino's Fined : নিরামিষভোজীকে নন-ভেজ পিৎজা, গাফিলতির দায়ে ডমিনোজের 9 লক্ষ জরিমানা !

শিবাং মিত্তল নামে রুরকের এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে জরিমানা হল মাল্টিন্যাশনাল পিৎজা ডেলিভারি সংস্থা ডমিনোজের (Dominos was fined more than 9 lakh for delivery of non-veg pizza instead of veg) ৷ সংস্থার বিরুদ্ধে অভিযোগ, নিরামিষভোজী সংশ্লিষ্ট ক্রেতা অনলাইনে ভেজ পিৎজা অর্ডার করলেও পরিবর্তে তাঁকে নন-ভেজ পিৎজা ডেলিভারি করা হয় ৷

Domino's Fined
গাফিলতির দায়ে ডমিনোজের 9 লক্ষ জরিমানা

By

Published : May 13, 2022, 12:20 PM IST

রুরকি, 13 মে : মাল্টিন্যাশনাল পিৎজা ডেলিভারি সংস্থা ডমিনোজকে 9 লক্ষেরও বেশি টাকা জরিমানা করল হরিদ্বার জেলা উপভোক্তা কমিশন ৷ 2020 সালের 26 অক্টোবর উত্তরাখণ্ডের রুরকি শহরে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ডমিনোজকে 9 লক্ষ 65 হাজার 918 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে জেলা উপভোক্তা কমিশনের তরফে (Dominos was fined more than 9 lakh for delivery of non-veg pizza instead of veg) ৷ শিবাং মিত্তল নামে রুরকির এক বাসিন্দার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই জরিমানা ৷ ডমিনোজের বিরুদ্ধে অভিযোগ, নিরামিষভোজী সংশ্লিষ্ট ক্রেতা অনলাইনে ভেজ পিৎজা অর্ডার করলেও পরিবর্তে তাঁকে নন-ভেজ পিৎজা ডেলিভারি করা হয় ৷

সেই পিৎজা খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন শিবাং মিত্তল ৷ সুতরাং, ঘটনাটি তাঁর ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে বলে প্রাথমিকভাবে রুরকে গঙ্গানাহার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেছিলেন তিনি ৷ কিন্তু পুলিশ তাতে কর্ণপাত না-করায় উপভোক্তা কমিশনে যাওয়ার পথই একমাত্র খোলা ছিল ওই ক্রেতার কাছে ৷ তাঁর মনে হয়, ঘটনাটি পিৎজা ডেলিভারি সংস্থার উপভোক্তাদের প্রতি অবহেলা ছাড়া আর কিছুই নয় ৷

আরও পড়ুন : তাজমহলের 22 কক্ষ খোলার আবেদন বাতিল, মামলাকারীকে ধমক লখনউ বেঞ্চের

জেলা উপভোক্তা কমিশন শিবাং মিত্তলের অভিযোগ গুরুত্ব সহকারে পর্যালোচনা করে ৷ দু'পক্ষের বক্তব্য শোনার পর কমিশনের চেয়ারম্যান কানওয়ার দোষী সাব্যস্ত করেন পিৎজা ডেলিভারি সংস্থাকে ৷ ওই ক্রেতার অর্ডার করা পিৎজার মূল্য 918 টাকা বার্ষিক 6 শতাংশ হারে চোকাতে বলা হয়েছে সংস্থাকে ৷ সঙ্গে আর্থিক ক্ষতিপূরণ হিসেবে সাড়ে 4 লক্ষ টাকা এবং বিশেষ ক্ষতিপূরণ হিসেবে 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details