পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

German Shepherd in Panchkula: নামিবিয়ার চিতা পাহারায় জার্মান শেপার্ড, পাঁচকুলায় বিশেষ প্রশিক্ষণ - নামিবিয়া চিতা পাহারায় জার্মান শেপার্ড

নামিবিয়া থেকে আসা চিতাগুলিকে রক্ষা করতে মাঠে নামবে জার্মান শেপার্ড ৷ তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে হরিয়ানার পাঁচকুলায় (German Shepherd trained in Panchkula) ৷

German Shepherd trained in Panchkula
ETV Bharat

By

Published : Sep 28, 2022, 9:15 AM IST

Updated : Sep 28, 2022, 10:27 AM IST

পাঁচকুলা, 28 সেপ্টেম্বর: নামিবিয়া থেকে আনা চিতাদের নিরাপত্তায় এবার জার্মান শেপার্ড ৷ হ্যাঁ, 17 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে 8টি চিতা আসে ৷ স্বয়ং প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে তিনটি চিতাকে কোয়ারান্টাইন এনক্লোজারে ছেড়ে দেন ৷ কিন্তু এরাও চোরাশিকারিদের খপ্পরে পড়বে না তো (Dogs are being trained to deploy in Kuno in Panchkula ITBP training Centre) ? এই আশঙ্কা থেকেই যায় ।

সেই কারণে চিতাদের সুরক্ষা নিশ্চিত করতে জার্মান শেপার্ডদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ৷ হরিয়ানার পাঁচকুলায় ইন্দো-টিবেতান ট্রেনিং সেন্টারে এই কুকুরদের ট্রেনিং দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ৷ চিতার দাঁত থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশ চেনানোর কাজ শুরু হয়েছে । পাশপাশি আরও নানা ধরনের প্রশিক্ষণ দিয়ে শেপার্ডদের তৈরি করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: দেশে চিতা ফেরাতে আগে কেউই উদ্যাগ নেয়নি ! মোদির নিশানায় বিরোধীরা

নামিবিয়া থেকে যেদিন চিতা এসে পৌঁছয় সেদিনই দেশের উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পাঁচের দশকের গোড়া থেকেই ভারতে চিতা বিলুপ্ত প্রাণী হিসেবে চিহ্নিত হয়েছিল । কিন্তু প্রধানমন্ত্রী জানান অন্য কোনও সরকার দেশে চিতা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়নি । পাশাপাশি সেদিন পরিবেশের ভারসাম্য রক্ষা সংক্রান্ত বিষয় নিয়েও সরব হন মোদি । এরপর নামিবিয়া থেকে আসা চিতাদের রক্ষা করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হল ।

Last Updated : Sep 28, 2022, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details