হাভেরি (কর্ণাটক), 11 ডিসেম্বর:রক্তদান হল মহৎ দান ৷ যে মানুষ হোক পশু ৷ জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন ৷ তবে এবার মানুষ নয়, এক কুকুর অন্য সারমেয়কে রক্ত দিয়ে তার জীবন বাঁচাল ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যের হাভেরি জেলার আক্কি আলুরে ৷ হানাগাল তালুকের হুল্লাথি গ্রামে রকি নামের একটি কুকুর তীব্র লেপ্টোস্পাইরোসিসে ভুগছিল । অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল সারমেয়র । বিষয়টি জানতে পারেন হানাগাল তালুকের বোম্মানহাল্লির কুকুর প্রশিক্ষক রঞ্জিত ৷ এরপরে তিনি তার কুকুরের রক্তদানের সিদ্ধান্ত নেন ৷ সিরি রক্ত দিয়েছে রকিকে । এর মধ্য দিয়ে আরেকটি অনন্য ঘটনার সাক্ষী থাকল রক্ত সৈনিকদের শহর হিসেবে পরিচিত আক্কি আলুর ।
আক্কি আলুর ভেটেরিনারি হাসপাতালে রকির চিকিৎসা হয়েছে । ভালো রয়েছে দুই সারমেয়ই ৷ পশু চিকিৎসক অমিতা পুরাণিকর এবং পশু চিকিৎসক সন্তোষ ও বাকি কর্মীরা রকির অস্ত্রোপচার করেন । আক্কি আলুরের স্নেহমৈত্রী ব্লাড আর্মি সংস্থা এই অনন্য রক্তদানে সহায়তা করেছে । তবে আক্কি আলুরে প্রথম নয়, এটি দ্বিতীয়বার যখন কুকুর রক্তদান করল ।