পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত রকি, রক্ত দিয়ে জীবন বাঁচাল সারমেয় সিরি - কুকুর

Dog Blood Donation: মানুষ তো রক্তদান করে, তবে কুকুরকে রক্তদানের কথা শুনেছেন ? কর্ণাটকে লেপ্টোস্পাইরোসিসে আক্রান্ত রকি নামে একটি সারমেয় ৷ তাকে অস্ত্রোপচারের জন্য রক্ত দিয়ে জীবন বাঁচাল সিরি ৷

Dog Donates blood
কুকুরের রক্তদানে

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2023, 12:21 PM IST

হাভেরি (কর্ণাটক), 11 ডিসেম্বর:রক্তদান হল মহৎ দান ৷ যে মানুষ হোক পশু ৷ জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন ৷ তবে এবার মানুষ নয়, এক কুকুর অন্য সারমেয়কে রক্ত দিয়ে তার জীবন বাঁচাল ৷ ঘটনাটি ঘটেছে কর্ণাটক রাজ্যের হাভেরি জেলার আক্কি আলুরে ৷ হানাগাল তালুকের হুল্লাথি গ্রামে রকি নামের একটি কুকুর তীব্র লেপ্টোস্পাইরোসিসে ভুগছিল । অস্ত্রোপচারের জন্য জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন ছিল সারমেয়র । বিষয়টি জানতে পারেন হানাগাল তালুকের বোম্মানহাল্লির কুকুর প্রশিক্ষক রঞ্জিত ৷ এরপরে তিনি তার কুকুরের রক্তদানের সিদ্ধান্ত নেন ৷ সিরি রক্ত ​​দিয়েছে রকিকে । এর মধ্য দিয়ে আরেকটি অনন্য ঘটনার সাক্ষী থাকল রক্ত ​​সৈনিকদের শহর হিসেবে পরিচিত আক্কি আলুর ।

আক্কি আলুর ভেটেরিনারি হাসপাতালে রকির চিকিৎসা হয়েছে । ভালো রয়েছে দুই সারমেয়ই ৷ পশু চিকিৎসক অমিতা পুরাণিকর এবং পশু চিকিৎসক সন্তোষ ও বাকি কর্মীরা রকির অস্ত্রোপচার করেন । আক্কি আলুরের স্নেহমৈত্রী ব্লাড আর্মি সংস্থা এই অনন্য রক্তদানে সহায়তা করেছে । তবে আক্কি আলুরে প্রথম নয়, এটি দ্বিতীয়বার যখন কুকুর রক্তদান করল ​​।

উল্লেখ্য, আক্কি আলুর গ্রামকে ইতিমধ্যেই গুগল ম্যাপে রক্ত ​​সৈনিকদের শহর হিসেবে চিহ্নিত করা হয়েছে । ব্লাড আর্মি সংস্থা এই কুকুরকেও রক্ত ​​দেওয়ার বিষয়ে পারদর্শী । আক্কি আলুর থানার কনস্টেবল কারাবাসাপ্পা গোন্ডি স্নেহমৈত্রী ব্লাড আর্মি সংস্থা প্রতিষ্ঠা করেছেন । এই অ্যাসোসিয়েশন চক্ষুদান, রক্তদান এবং ত্বক দানকে গুরুত্ব দেয় । এই সংস্থার প্রধান কারাবাসাপ্পা হাভেরি জেলায় এ পর্যন্ত 100 বার রক্তদান করেছেন ৷ এই গ্রামে হাজারের বেশি রক্ত ​​সৈনিক রয়েছেন ৷ যারা এই সংস্থার সঙ্গে জীবন রক্ষাকারী কাজ অর্থাৎ রক্তদানের সঙ্গে যুক্ত ।

আরও পড়ুন:

  1. মানবিক দৃষ্টান্ত! কুয়ো থেকে দমকলের চেষ্টায় উদ্ধার হল মা-সহ আটটি পথকুকুর
  2. ট্রেনে সারমেয় নিয়ে যাত্রা ? জেনে নিন এই নিয়মগুলি
  3. কেক কেটে অবসর দুই সারমেয় স্যাম ও ম্যাক্সের

ABOUT THE AUTHOR

...view details