জৌনপুর (উত্তরপ্রদেশ), 13 নভেম্বর: চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন এক ব্যক্তি ৷ তাঁর যকৃতে (Liver) টানা ছ'দিন ধরে আটকে থাকা একটি ছুরি (Knife) অস্ত্রোপচার (Surgery) করে বের করে আনলেন চিকিৎসকরা ৷ উত্তরপ্রদেশের (Uttar Pradesh) জৌনপুরের (Jaunpur) এই ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন রোগী ও তাঁর পরিবারের সদস্যরা ৷ একইসঙ্গে কাঠগড়ায় তুলেছেন স্থানীয় জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে ৷
জীবন ফিরে পাওয়া ওই রোগীর নাম মনসারাম সৈকতে ৷ তিনি স্থানীয় কেরাকাট থানা এলাকার বাসবাড়ি গ্রামের বাসিন্দা ৷ এই গ্রামেই বাড়ি রামাদীন নামে এক ব্যক্তির ৷ রামাদীনের মেয়ে সন্তানসম্ভবা ৷ চলতি মাসে বাড়িতেই মেয়ের জন্য সাধের অনুষ্ঠান আয়োজন করেছিলেন রামাদীন ৷ সেই অনুষ্ঠানে আসা এক যুবকের সঙ্গে পরিবারের সদস্যদের ঝামেলা হয় ৷ বিবাদ মেটাতে এগিয়ে যান মনসারাম ৷ অভিযোগ, তখনই অনুষ্ঠান বাড়িতে আসা ওই যুবক মনসারামের পেটে ছুরি ঢুকিয়ে দেন ! আহত মনসারামকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, অবস্থার ক্রমশ অবনতি হওয়ায় তাঁকে জৌনপুরের হাসপাতালে 'রেফার' করে দেন চিকিৎসকরা ৷ গত 11 নভেম্বর সন্ধ্যায় তাঁকে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ পরে সেই হাসপাতালেই সফল অস্ত্রোপচার করা হয় মনসারামের ৷