বিজনৌর (উত্তরপ্রদেশ), 30 মার্চ:পেট থেকে বেরল আড়াই কেজি চুল (Hair in Stomach)৷ উত্তরপ্রদেশের (UP News) বিজনৌর জেলায় 14 বছর বয়সি এক কিশোরীর পেটে অস্ত্রোপচার করে সেই চুল বের করেছেন চিকিৎসকরা ৷ জানা গিয়েছে, চুল টেনে গিলে খাওয়ার অভ্যেস ছিল ওই কিশোরীর । সে যে এই কাণ্ড করত, তা তার বাবা-মাও টের পাননি (Two and a half kilos of hair in stomach)৷
শুনলে তাজ্জব হয়ে যেতে হয় (Hair from Girl Stomach)৷ শিশুটির চিকিৎসা করেছেন পেডিয়াট্রিক সার্জেন ডা. প্রকাশ ৷ তিনি ক্লিনিকাল পরীক্ষার সময় দেখতে পান যে কিশোরীর পেটে একটি পিণ্ড রয়েছে । সিটি স্ক্যান করে দেখা যায় যে, পাকস্থলীর ভেতরে যে পিণ্ডটির সন্ধান মিলেছিল, সেটা আসলে চুল ৷ পেটের ভেতরে বলের মতো পিণ্ড পাকিয়ে রয়েছে সেই চুল ৷ চুলের কিছুটা অংশ তার অন্ত্রেও চলে যাচ্ছিল ।
পাকস্থলীতে মিলল চুলের পিণ্ড: এতে মেয়েটির প্রায়ই পেটে ব্যথা হত এবং সে বমি করত । বেশ কিছুদিন ধরে সে কিছু খেতে পারছিল না ৷ খুব কষ্ট পাচ্ছিল সেই কিশোরী ৷ এরপরই ডাক্তারদের পরামর্শ নেন তার বাবা-মা ৷ প্রথমে পেট ব্যথার কারণ বুঝতে পারছিলেন না চিকিৎসকরা ৷ এরপর পরীক্ষা-নীরিক্ষা করা হলে জানা যায়, ওই কিশোরীর পাকস্থলীতে চুল পিণ্ড আকারে জমে রয়েছে ৷ ডা. প্রকাশ জানান, যেহেতু চুল পাকস্থলীতে দ্রবীভূত হয় না, তাই তা পরিপাকতন্ত্রে জমতে শুরু করে । মেয়েটি খুব বেশি চুল খেয়ে ফেলায় চুলগুলো একটি বলের আকার নেয় ।