পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Bariatric Surgery in Govt Hospital: সফল ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার 240 কেজি ওজনের যুবকের, কমল 70 কেজি - 240 কেজি ওজনের যুবক

ওসমানিয়া হাসপাতালের (Osmania Hospital Hyderabad) চিকিত্সকরা গুরুতর ব্যারিয়াট্রিক সার্জারি (Bariatric Surgery in Govt Hospital) করে প্রায় 240 কেজি ওজনের এক যুবকের ওজন 70 কেজি কমিয়ে দিয়েছেন (Bariatric Surgery on super obese patient)৷

Bariatric Surgery ETV Bharat
সফল ব্যারিয়াট্রিক অস্ত্রোপচার

By

Published : Feb 22, 2023, 6:57 PM IST

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি:অত্যধিক স্থূলতার কারণে ভুগছিলেন এক যুবক (Bariatric Surgery in Govt Hospital)৷ ওজন হয়েছিল প্রায় 240 কেজি ৷ হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে (Osmania Hospital Hyderabad) গুরুতর ব্যারিয়াট্রিক অস্ত্রোপচারের দ্বারা কমানো হল প্রায় 70 কেজি ওজন (Bariatric Surgery on super obese patient) ৷

কমেছে 70 কেজি ওজন: চিকিৎসকরা জানিয়েছেন, তেলাঙ্গানায় প্রথমবার কোনও সরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার করা হল । দুই মাস আগে হয়েছে এই অস্ত্রোপচার ৷ এখন ভালো আছেন ওই যুবক ৷ তাঁর ওজন এখন 170 কেজি । ডাক্তাররা জানিয়েছেন যে, প্রায় 70 কেজি ওজন কমেছে তাঁর এবং আরও 80 থেকে 90 কেজি ওজন কমার সম্ভাবনা রয়েছে ।

বেসরকারি হাসপাতালে খরচ হত 12 লাখ টাকা: হায়দরাবাদের গুড়িমালকাপুরের মহেন্দ্র সিং ছোটবেলা থেকেই স্থূলতায় ভুগছেন । বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে ৷ ওজন এতটাই বেড়ে যায় যে তাঁর পক্ষে হাঁটা কঠিন হয়ে পড়ে ।

তাঁর বাবা-মা তাঁর অবস্থার উন্নতি করতে চেয়ে একটি বেসরকারি হাসপাতালে যোগাযোগ করেছিলেন ৷ সেখানকার ডাক্তাররা যুবকটিকে পরীক্ষা-নীরিক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷ জানানো হয় সে জন্য খরচ পড়বে প্রায় 12 লক্ষ টাকা । অস্ত্রোপচারের টাকা জোগাতে না পেরে অবশেষে ওসমানিয়া হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দেখা করেন ওই যুবকের অভিভাবকরা ।

আরও পড়ুন:রক্তচাপ থেকে ওজন কমাতে ভীষণ কার্যকরী শসার রস, জেনে নিন এর উপকারিতা

সফল বেরিয়াট্রিক সার্জারি: প্রায় 15 জন চিকিৎসক একটি কমিটি গঠন করে যুবকের ব্যারিয়াট্রিক সার্জারি করার সিদ্ধান্ত নেন । এই অস্ত্রোপচারে গ্যাস্ট্রিক বাইপাসের মাধ্যমে পাকস্থলীর আকার কমানোর পাশাপাশি অতিরিক্ত খাদ্য গ্রহণ রোধ করার জন্য খাদ্য গ্রহণকারী ক্ষুদ্রান্ত্রকেও একটি নির্দিষ্ট মাত্রায় কমানো হয় । অস্ত্রোপচারের পরে রোগীর উপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয় ৷ খাবার গ্রহণের পরিমাণ কমে যাওয়ায় ওই যুবকের শরীরের ওজনও কমে যায় ।

অস্ত্রোপচারের সময় নানা বাধা আসে: সরকারি হাসপাতালে ব্যারিয়াট্রিক সার্জারি খুব কমই হয় । মহেন্দ্রর হাঁটুতে অতিরিক্ত ওজন, স্থূলতা-জনিত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ওসমানিয়া হাসপাতালের ডাক্তাররা মানবিক দৃষ্টিকোণ থেকে সাড়া দিয়ে ওই যুবককে নতুন জীবন দিয়েছেন ।

হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে । মহেন্দ্র সিংয়ের ওজন ছিল প্রায় 240 কেজি ৷ তাই অস্ত্রোপচারের সময় এক টেবিলে শুয়ে থাকা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে । শরীরের দুপাশে অতিরিক্ত টেবিল সাজিয়ে অনেক কষ্টে অস্ত্রোপচার করা হয় । সফল এই অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী হরীশ রাও ৷

ABOUT THE AUTHOR

...view details