হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি:অত্যধিক স্থূলতার কারণে ভুগছিলেন এক যুবক (Bariatric Surgery in Govt Hospital)৷ ওজন হয়েছিল প্রায় 240 কেজি ৷ হায়দরাবাদের ওসমানিয়া হাসপাতালে (Osmania Hospital Hyderabad) গুরুতর ব্যারিয়াট্রিক অস্ত্রোপচারের দ্বারা কমানো হল প্রায় 70 কেজি ওজন (Bariatric Surgery on super obese patient) ৷
কমেছে 70 কেজি ওজন: চিকিৎসকরা জানিয়েছেন, তেলাঙ্গানায় প্রথমবার কোনও সরকারি হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার করা হল । দুই মাস আগে হয়েছে এই অস্ত্রোপচার ৷ এখন ভালো আছেন ওই যুবক ৷ তাঁর ওজন এখন 170 কেজি । ডাক্তাররা জানিয়েছেন যে, প্রায় 70 কেজি ওজন কমেছে তাঁর এবং আরও 80 থেকে 90 কেজি ওজন কমার সম্ভাবনা রয়েছে ।
বেসরকারি হাসপাতালে খরচ হত 12 লাখ টাকা: হায়দরাবাদের গুড়িমালকাপুরের মহেন্দ্র সিং ছোটবেলা থেকেই স্থূলতায় ভুগছেন । বয়সের সঙ্গে সঙ্গে তাঁর ওজন অস্বাভাবিক হারে বাড়তে থাকে ৷ ওজন এতটাই বেড়ে যায় যে তাঁর পক্ষে হাঁটা কঠিন হয়ে পড়ে ।
তাঁর বাবা-মা তাঁর অবস্থার উন্নতি করতে চেয়ে একটি বেসরকারি হাসপাতালে যোগাযোগ করেছিলেন ৷ সেখানকার ডাক্তাররা যুবকটিকে পরীক্ষা-নীরিক্ষা করে অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷ জানানো হয় সে জন্য খরচ পড়বে প্রায় 12 লক্ষ টাকা । অস্ত্রোপচারের টাকা জোগাতে না পেরে অবশেষে ওসমানিয়া হাসপাতালের চিকিৎসকের সঙ্গে দেখা করেন ওই যুবকের অভিভাবকরা ।
আরও পড়ুন:রক্তচাপ থেকে ওজন কমাতে ভীষণ কার্যকরী শসার রস, জেনে নিন এর উপকারিতা
সফল বেরিয়াট্রিক সার্জারি: প্রায় 15 জন চিকিৎসক একটি কমিটি গঠন করে যুবকের ব্যারিয়াট্রিক সার্জারি করার সিদ্ধান্ত নেন । এই অস্ত্রোপচারে গ্যাস্ট্রিক বাইপাসের মাধ্যমে পাকস্থলীর আকার কমানোর পাশাপাশি অতিরিক্ত খাদ্য গ্রহণ রোধ করার জন্য খাদ্য গ্রহণকারী ক্ষুদ্রান্ত্রকেও একটি নির্দিষ্ট মাত্রায় কমানো হয় । অস্ত্রোপচারের পরে রোগীর উপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি প্রয়োগ করা হয় ৷ খাবার গ্রহণের পরিমাণ কমে যাওয়ায় ওই যুবকের শরীরের ওজনও কমে যায় ।
অস্ত্রোপচারের সময় নানা বাধা আসে: সরকারি হাসপাতালে ব্যারিয়াট্রিক সার্জারি খুব কমই হয় । মহেন্দ্রর হাঁটুতে অতিরিক্ত ওজন, স্থূলতা-জনিত ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে ওসমানিয়া হাসপাতালের ডাক্তাররা মানবিক দৃষ্টিকোণ থেকে সাড়া দিয়ে ওই যুবককে নতুন জীবন দিয়েছেন ।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে । মহেন্দ্র সিংয়ের ওজন ছিল প্রায় 240 কেজি ৷ তাই অস্ত্রোপচারের সময় এক টেবিলে শুয়ে থাকা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে । শরীরের দুপাশে অতিরিক্ত টেবিল সাজিয়ে অনেক কষ্টে অস্ত্রোপচার করা হয় । সফল এই অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের অভিনন্দন জানিয়েছেন তেলাঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী হরীশ রাও ৷