পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রামদেবের অ্যালোপ্যাথি মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালন ডাক্তারদের

অ্যালোপ্যাথি নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে রামদেবকে ৷ এই দাবিতে আজ কালা দিবস পালন করছেন ডাক্তাররা ৷

Doctors Mark "Black Day" Against Ramdev's "Allopathy" Remark
রামদেবের অ্যালোপ্যাথি মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে কালা দিবস পালন ডাক্তারদের

By

Published : Jun 1, 2021, 12:26 PM IST

নয়াদিল্লি, 1 জুন : অ্যালোপ্যাথি নিয়ে যোগগুরু রামদেবের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে আজ কালা দিবস পালন করছেন ডাক্তাররা ৷ ওই মন্তব্যের জন্য রামদেবকে নিঃশর্তে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে বলে দাবি ডাক্তারদের ৷

অ্যালোপ্য়াথি চিকিৎসা বনাম আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে উত্তাল গোটা দেশ ৷ আধুনিক মেডিক্যাল চিকিত্সার প্রবল সমালোচনা করেছেন রামদেব ৷ সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ তাতে রামদেবকে অ্য়ালোপ্য়াথি চিকিৎসা নিয়ে এমন কিছু মন্তব্য় করতে শোনা যায়, যা নিয়ে শুরু হয় বিতর্ক ৷ রামদেবকে ওই ভিডিয়োয় বলতে শোনা যায়, অ্য়ালোপ্য়াথি চিকিৎসার জন্যই নাকি করোনায় এত মানুষ মারা যাচ্ছেন ৷ এ ছাড়া, অন্য একটি ভিডিয়োয় করোনার টিকার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তোলেন যোগগুরু ৷

আরও পড়ুন:সিঁথি থানায় রামদেবের বিরুদ্ধে অভিযোগ দায়ের

রামদেব এমন আপত্তিকর নানা মন্তব্য করলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ডাক্তারদের সংগঠন ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন ৷ টুইটারে একটি বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, "স্বাস্থ্য পরিষেবায় কোনও বিঘ্ন না-ঘটিয়ে 1 জুন আমরা কর্মক্ষেত্রে দেশজুড়ে কালা দিবস পালন করব ৷ তাঁকে জনসমক্ষে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে বলে আমরা দাবি জানাচ্ছি ৷ অথবা মহামারি রোগ আইন, 1897-এর নির্দিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানাচ্ছি ৷"

ডাক্তারদের এই প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ এই দিন কর্মক্ষেত্রে ডাক্তাররা কালো ব্যাজ পরে রয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details