নয়াদিল্লি,11 মে : করোনা ঠেকাতে গোরুর গোবর কোনও কাজে আসে না এবং এটা যে কার্যকরী তার কোনও বিজ্ঞানভিত্তিক প্রমাণ নেই ৷ তাই করোনা থেকে বাঁচতে অযথা গোরব মাখতে নিষেধ করছেন চিকিৎসকরা ৷
বর্তমানে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ ফলে সাড়ে বাইশ মিলিয়নের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন ৷ যার মধ্যে 2 লক্ষ 46 হাজার 116 জনের মৃত্যু হয়েছে ৷ তবে, বাস্তব সংখ্যাটা এর থেকে 5 বা 10 গুণ বেশি ৷ আর তার উপরে করোনা আক্রান্ত হওয়ার পর আশঙ্কাজনক রোগীরা হাসপাতালে শয্যা পাচ্ছেন না ৷ মিলছে না অক্সিজেন ও প্রয়োজনীয় ওষুধ ৷