আহমেদনগর (মহারাষ্ট্র), 1 এপ্রিল:ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হল পেঁয়াজ চাষের জমিতে কর্মরত শ্রমিকদের ৷ তাঁদের চোখে বাসা বাঁধাল কৃমির দল ! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের আহমেদনগর জেলার রাহুরি তালুকের ভালান গ্রামে ৷ স্থানীয় সূত্রে খবর, সেখান বিভিন্ন পেঁয়াজ চাষের জমিতে কর্মরত শ্রমিকদের চোখ দিয়ে বেরিয়ে আসছে কৃমি ! এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কৃষক ও মজুরদের মধ্যে ৷ ইতিমধ্য়েই বেশ কয়েকজন শ্রমিককে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷
ঘটনার সূত্রপাত হয় শুক্রবার সন্ধ্যায় ৷ এই এলাকার বহু জমিতেই পেঁয়াজ চাষ করা হয় ৷ সেইসব জমিতে অসংখ্য শ্রমিক কাজ করেন ৷ বীজ বপন থেকে শুরু করে চারা রোপণ এবং সবশেষে ফসল তোলা, প্রায় সব কাজই করেন এই শ্রমিকরা ৷ শুক্রবার কাজ সেরে ফেরার পর প্রায় 10-15 শ্রমিকের চোখে অস্বস্তি শুরু হয় ৷ ক্রমে চোখ জ্বালা করতে শুরু করে এবং চোখ দিয়ে জল বের হতে থাকে ৷ এর ফলে অনেকেই চোখ বন্ধ করে আরাম পাওয়ার জন্য রগড়াতে শুরু করেন ৷ তাতে তাঁদের চোখ লাল হয়ে যায় ৷ এমনকী, চোখে বারবার জলের ঝাপটা দিয়েও কোনও লাভ হয়নি ৷