চিত্তুর, 12 জানুয়ারি: চিকিৎসায় গাফিলতির এক গুরুতর অভিযোগ সামনে এসেছে অন্ধ্রপ্রদেশের চিত্তুরে ৷ এখানকার এক সরকারি হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ, এক বৃদ্ধার ভেঙে যাওয়া পায়ের হাড় জোড়া লাগাতে গিয়ে তা কেটেই বাদ দিয়েছেন তাঁরা ৷ ওই চিকিৎসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ওই বৃদ্ধার পরিবার ৷ হাসপাতাল কর্তৃপক্ষের পাশাপাশি পুলিশেও অভিযোগ জানানো হয়েছে ওই চিকিৎসকদের বিরুদ্ধে (Doctors wrongly amputate elderly woman leg)৷
জানা গিয়েছে, গত 31 ডিসেম্বর বাড়িতে পড়ে যান পুষ্পাম্মা নামে ওই বৃদ্ধার ৷ তাঁর পায়ে চোট লাগে ৷ ভেঙে যায় তাঁর পায়ের ফিমার নামক হাড়টি ৷ ফলে আর হাঁটাচলা করতে পারছিলেন না ওই বৃদ্ধা ৷ 4 জানুয়ারি চিকিৎসার জন্য তাঁকে চিত্তুরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ এরপর একে একে ওই বৃদ্ধার এক্স-রে, সুগার ও ব্লাড প্রেসার পরীক্ষা করা হয় ৷ এরপর চিকিৎসকদের পরামর্শে বাইরের বেসরকারি ল্যাব থেকে ওই বৃদ্ধার এক্স-রে করা হয় ৷ সেই রিপোর্ট দেখে বৃদ্ধার পায়ে অপরেশনের সিদ্ধান্ত নেন ওই সরকারি হাসপাতালের চিকিৎসকরা (Medical Negligency case in Chittoor Hospital) ৷