পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Doctor Died By Suicide: অতিরিক্ত পরিমাণে চেতনানাশক ইঞ্জেকশন, আত্মঘাতী তামিলনাড়ুর চিকিৎসক - শরীরে ইঞ্জেকশন ঢুকিয়ে আত্মঘাতী চিকিৎসক

তামিলনাড়ুতে এক চিকিৎসক ইঞ্জেকশনের মাধ্যমে শরীরে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রবেশ করিয়ে আত্মঘাতী হয়েছেন (Doctor Died By Suicide) ৷

ETV Bharat
আত্মঘাতী তামিলনাড়ুর চিকিৎসক

By

Published : Dec 31, 2022, 10:45 PM IST

চেন্নাই, 31 ডিসেম্বর: শরীরে বেশি মাত্রায় অ্যানাস্থেটিক প্রবেশ করিয়ে আত্মঘাতী হলেন এক চিকিৎসক ৷ মৃতের নাম শক্তিভেল ৷ ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর ইরোডে শহরের সম্পতনগর এলাকার নিউ টিচার্স কলোনিতে ৷ মৃতের 10 বছরের এক পুত্র সন্তান রয়েছে ৷ তাঁর স্ত্রী পূর্ণিমা থাকেন আমেদাবাদে ৷ শক্তিভেল এক বেসরকারি হাসপাতালের ইরোলজিস্ট ছিলেন (Doctor Died By Suicide) ৷

জানা গিয়েছে, শুক্রবার বাড়ি থেকে বের হননি এই চিকিৎসক ৷ ফলে সন্দেহ হয় প্রতিবেশীদের ৷ তারপর শক্তিভেলের বাড়িতে তাঁর প্রতিবেশীরা গিয়ে দেখেন অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি ৷ তাঁর এক হাতে গাঁথা ছিল ইঞ্জেকশন সিরিঞ্জ ৷ প্রতিবেশীরা পুলিশে খবর দেন ৷ পুলিশ এসে ওই চিকিৎসককে উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (doctor died by suicide Injecting overdose of anesthesia) ৷

আরও পড়ুন: প্রেমের পথে বাধা, প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন মহিলার

পরে ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা যায় শরীরে অতিরিক্ত মাত্রায় চেতনানাশক প্রবেশ করিয়ে আত্মঘাতী হয়েছেন ওই চিকিৎসক ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details