কানপুর, 23 অক্টোবর: রাজনীতিবিদ, ফিল্মস্টার ও সেলিব্রিটিরা হামেশাই তাঁদের কাজের জন্য চর্চায় থাকেন ৷ তাঁদের নিয়ে খবরের প্রতি জনসাধারণের উৎসাহও থাকে ৷ যেমন বর্তমানে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নাম ৷ কারণ, তাঁর বাড়ি কিনে নিয়েছে এক চিকিৎসক দম্পতি ৷
উত্তরপ্রদেশের কানপুরের ইন্দ্র নগরের দয়ানন্দ বিহার এলাকায় রয়েছে রামনাথ কোবিন্দের একটি বাড়ি (Ram Nath Kovind House in Kanpur) ৷ কিন্তু এখন থেকে সেই বাড়িতেই থাকবেন ওই এলাকারই চিকিৎসক দম্পতি স্মৃতি কাটিয়ার ও শরদ কাটিয়ার ৷ ইতিমধ্যেই দেশের প্রাক্তন রাষ্ট্রপতির এই বাড়ি কিনে নিয়েছে এই চিকিৎসক দম্পতি ৷ শুক্রবার তাঁদের নামে বাড়িটির রেজিস্ট্রেশনও হয়ে গিয়েছে ৷ কোবিন্দের তরফে এতদিন তাঁর ওই বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করা আনন্দ নামে এক ব্যক্তি ওই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন ৷ তাঁর উপস্থিতিতেই ওই বাড়ির 'পাওয়ার অফ অ্যাটর্নি' পেল ওই চিকিৎসক দম্পতি (Ram Nath Kovind House sold in Kanpur) ৷