নয়াদিল্লি, 15 নভেম্বর: দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাস পার্ট 1-এ'তে রয়েছে একটি নামী মেডিক্য়াল সেন্টার রয়েছে ৷ তাতে এক 45 বছর বয়সি রোগির মৃত্যু হয় ৷ অস্ত্রোপচারে জড়িত থাকার জন্য দিল্লি পুলিশ একজন ভুয়ো ডাক্তার-সহ 4জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চিকিৎসক মেডিক্যাল সেন্টারে সিনিয়র সার্জেন্ট হিসেবে কাজ করত এবং এখনও পর্যন্ত অনেক অস্ত্রোপচারও করেছেন। গ্রেটার কৈলাস থানায় এ নিয়ে ক্রমাগত অভিযোগ পাওয়া যাচ্ছিল।
এক সপ্তাহ আগে এক মৃত্যুর পর রোগীর পরিবার চিকিৎসা কেন্দ্রে উত্তেজনা ছড়ান। এরপরই পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। পুলিশ অফিসার বলেন, "এক সপ্তাহ আগে, গ্রেটার কৈলাস পার্ট-1-এ'তে অবস্থিত একটি মেডিকেল সেন্টারে উত্তেজনার খবর পাওয়া যায়। এসএইচওজি তাঁর দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয়। সেখানে এক রোগীর পরিবারের লোকেরা বলেছিলেন, তাঁরা নাবালকের মৃত্যু হয়েছে। রোগীকে এখানে ভরতি করা হয়েছিল, কিন্তু তার অস্ত্রোপচার হওয়ার পরই সে মারা যায়।" পুলিশ এরপর বিষয়টির তদন্ত শুরু করে। তাতেই মেডিক্যাল সেন্টারের অপারেটর-সহ 4জনকে গ্রেফতার করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই মেডিক্যাল সেন্টারের বিরুদ্ধে একই ধরনের অনেক অভিযোগ এসেছে। প্রতিটি অভিযোগে, মৃত রোগীর রোগীর করা হয়েছিল। পুলিশ এর জন্য একটি দল গঠন করে তদন্ত শুরু করে। তদন্তের পরে, মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ডাঃ মহেন্দ্র এবং মেডিক্যাল সেন্টারের অপারেটর ডাঃ নীরজ আগরওয়াল, ডাঃ পূজা আগরওয়াল এবং ডাঃ জয়প্রীতকে গ্রেফতার করে।
জানা যায়, 2022 সালে এক গর্ভবর্তী মহিলাকে প্রসব ব্যথা ওঠায় হাসপাতালে ভরতি করা হয়েছিল। প্রসবের পর চিকিৎসক তার অস্ত্রোপচার করে যার ফলে তার মৃত্যু হয়। পুলিশ অফিসার জানান, মহেন্দ্র দিল্লির একটি বড় হাসপাতালে কর্মরত একজন সিনিয়র ডাক্তারের সঙ্গে টেকনিশিয়ান হিসাবে কাজ করতেন। যেখানে চিকিৎসকের অস্ত্রোপচার দেখে কাজ শিখেছেন তিনি। সে ভুয়ো এমবিবিএস ডিগ্রি তৈরি করে চিকিৎসা কেন্দ্রে কাজ শুরু করে। মেডিক্যাল সেন্টার ম্যানেজমেন্ট মহেন্দ্রকে কল সার্জারি করার জন্য ডাকত। তিনি কোথায় মানুষের চিকিৎসা করছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
- 80 লক্ষ টাকা প্রতারণার দায়ে পুলিশের জালে ভুয়ো সিবিআই অফিসার
- পদ্মশ্রী করিমুল হকের নাম জড়াল ভুয়ো দিশারী নার্সিং সেন্টারে, পুলিশের দ্বারস্থ সমাজকর্মী