পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Marital Rape in Maharashtra: বলপূর্বক অস্বাভাবিক শারীরিক সম্পর্ক ! চিকিৎসকের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগ - চিকিৎসকের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগ

স্ত্রীকে মারধর এবং বলপূর্বক অস্বাভাবিক শারীরিক সম্পর্ক তৈরির অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে (Doctor Allegedly Rapes Wife by Having Unnatural Physical Relations in Maharashtra) ৷ ঘটনায় চিকিৎসক এবং তাঁর 7 আত্মীয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের নির্যাতিতার ৷

Doctor Allegedly Rapes Wife in Maharashtra ETV BHARAT
চিকিৎসকের বিরুদ্ধে বৈবাহিক ধর্ষণের অভিযোগ

By

Published : Jan 2, 2023, 7:01 PM IST

বিড় (মহারাষ্ট্র), 2 জানুয়ারি: বৈবাহিক ধর্ষণ এবং স্ত্রীকে মারধরে অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড় জেলার পারলিতে ৷ অভিযোগ উঠেছে ওই চিকিৎসক তাঁর স্ত্রীকে অস্বাভাবিক শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করেছেন (Doctor Allegedly Rapes Wife by Having Unnatural Physical Relations in Maharashtra) ৷ এমনকি আপত্তি করায় তাঁকে মারধর করা হয়েছে ৷ তাঁকে বাড়ি থেকেও বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে নির্যাতিতা মহিলা পারলি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের 7 আত্মীয়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন মহিলা ৷

বিএইচএমএস থেকে স্নাতক ওই চিকিৎসক পারলি তালুকের ধর্মপুরিতে প্রাইভেটে প্র্যাকটিস করেন ৷ অভিযোগ ওই ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বলপূর্বক অস্বাভাবিক শারীরিক সম্পর্ক করেন ৷ এমনকি প্রতিবাদ করায় মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনে অতিষ্ট হয়ে তিনি ওই মহিলা সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ নির্যাতিতা পারলি পুলিশ স্টেশনে স্বামী এবং তাঁর 7 আত্মীয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ যেখানে ভারতীয় দণ্ডবিধি 377, 498এ, 323, 504, 34 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই অভিযুক্ত চিকিৎসক এবং তাঁর 7 আত্মীয় পলাতক ৷ পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ এই মামলার পরবর্তী তদন্তভার দেওয়া হয়েছে পারলি থানার আধিকারিক সাপনি খোড়েওয়াড়কে ৷ প্রসঙ্গত, মহারাষ্ট্রের বিড় জেলায় মহিলাদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা সাম্প্রতিককালে অনেক বেড়ে গিয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এমন একাধিক অভিযোগ পুলিশে কাছে এসেছে ৷ 2022 সালে বিবাহিত মহিলাদের উপর শারীরিক (যৌন) নির্যাতনের ঘটনা অত্যাধিক হারে বেড়েছে ৷ প্রায় পাঁচশো অভিযোগ দায়ের করা হয়েছে ৷

আরও পড়ুন:গর্ভপাত আইনের আওতায় বৈবাহিক ধর্ষণও অপরাধ, জানাল শীর্ষ আদালত

2022 সালে যেমন একাধিক নির্যাতনের ঘটনা সামনে এসেছে ৷ তেমনি 2023 সালের প্রথম দিনেই একজন চিকিৎসকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ দায়ের হয়েছে ৷ ফলে স্বাভাবিকভাবে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, কীভাবে এমন একজন বিকৃত মানসিকতার ব্যক্তিকে চিকিৎসক হিসেবে মান্যতা দেওয়া যেতে পারে ! পুলিশ পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details