বিড় (মহারাষ্ট্র), 2 জানুয়ারি: বৈবাহিক ধর্ষণ এবং স্ত্রীকে মারধরে অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড় জেলার পারলিতে ৷ অভিযোগ উঠেছে ওই চিকিৎসক তাঁর স্ত্রীকে অস্বাভাবিক শারীরিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করেছেন (Doctor Allegedly Rapes Wife by Having Unnatural Physical Relations in Maharashtra) ৷ এমনকি আপত্তি করায় তাঁকে মারধর করা হয়েছে ৷ তাঁকে বাড়ি থেকেও বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ঘটনায় চিকিৎসকের বিরুদ্ধে নির্যাতিতা মহিলা পারলি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ এই ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের 7 আত্মীয়ের বিরুদ্ধেও এফআইআর দায়ের করেছেন মহিলা ৷
বিএইচএমএস থেকে স্নাতক ওই চিকিৎসক পারলি তালুকের ধর্মপুরিতে প্রাইভেটে প্র্যাকটিস করেন ৷ অভিযোগ ওই ব্যক্তি তাঁর স্ত্রীর সঙ্গে বলপূর্বক অস্বাভাবিক শারীরিক সম্পর্ক করেন ৷ এমনকি প্রতিবাদ করায় মারধর ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ শারীরিক এবং মানসিকভাবে নির্যাতনে অতিষ্ট হয়ে তিনি ওই মহিলা সম্প্রতি পুলিশের দ্বারস্থ হয়েছেন ৷ নির্যাতিতা পারলি পুলিশ স্টেশনে স্বামী এবং তাঁর 7 আত্মীয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ৷ যেখানে ভারতীয় দণ্ডবিধি 377, 498এ, 323, 504, 34 নম্বর ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷