লখনউ, 12 অক্টোবর: "সাহেব আমার স্ত্রী গত 6 বছর ধরে প্রতিদিন উচ্চস্বরে গান শোনে ৷ আমি এর প্রতিবাদ করলে আমাই মারধর শুরু করে ৷ দয়া করে আমাকে বাঁচান ৷" থানায় গিয়ে এমনই কাতর আর্জি করলেন চিকিৎসক ৷ এর জন্য তিনি স্ত্রীর বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছেন ৷ যা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের গোমতী নগরের এক বাসিন্দা চিকিৎসের সঙ্গে ৷
চিকিৎসকের অভিযোগ, গত 6 বছর ধরে স্ত্রী তাকে এভাবেই উত্যক্ত করে আসছে ৷ রাত্রে সে উচ্চস্বরে গান শোনে ৷ সেটা করতে বাধা দিলে স্ত্রী তাকে মারধর শুরু করে ৷ অভিযোগ দায়ের হওয়ায় পুলিশ এফআইআর নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে ৷
অভিযোগ জানাতে গিয়ে ভুক্তভোগী চিকিৎসক থানায় জানান, 2017 সালে তাঁর বিয়ে হয় ৷ তারপর থেকেই স্ত্রীর এহেন উৎপাতে অতিষ্ঠ হয়ে ওঠেন ৷ যার জেরে মানসিক চাপ শুরু হয় তাঁর ৷ স্ত্রী দিনে-রাতে উচ্চস্বরে গান শোনেন ৷ যার কারণে ঠিকমতো ঘুমোতে পারেন না চিকিৎসক ৷ বারণ করলে স্ত্রী রীতিমতো হিংস্র হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর করার পাশাপাশি মারধর শুরু করেন ৷