আইজল (মিজোরাম), 23 জুলাই: মিজোরামে বসবাসকারী মেইতেই সম্প্রদায়ের লোকেদের রাজ্য ছেড়ে না যাওয়ার আবেদন জানাল এই রাজ্যের সরকার ৷ মিজোরাম সরকারের তরফে শনিবার প্রকাশিত এক আবেদনে বলা হয়েছে, সরকার মেইতেইদের নিরাপত্তা ও বসবাসের নিশ্চয়তা দিচ্ছে, তাই কেউ যেন রাজ্য ছেড়ে না যান ৷
উল্লেখ্য, দীর্ঘ প্রায় তিন মাস ধরে মেইতেই কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত মণিপুর ৷ প্রতিবেশী রাজ্য মিজোরামেও তার আঁচ পড়তে পারে বলে আশঙ্কা ৷ এরই মধ্যে গুজব ছড়ায়, মণিপুরকাণ্ডের জেরে মেইতেইদের অনেকেই মিজোরাম ছেড়ে চলে যাচ্ছেন ৷ সম্প্রতি মিজোরামের পামরা (পিস অ্যাকর্ড এমএনএফ রিটার্নিস অ্যাসোসিয়েশন) নামে একটি প্রাক্তন জঙ্গি সংগঠন এক বিবৃতি প্রকাশ করে মেইতেইদের মিজোরাম ছাড়ার ডাক দেয় ৷ সেখানে বলা হয়, মিজোরামের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হচ্ছে, তাই নিজেদের নিরাপত্তার জন্য মেইতেইদের উচিত মিজোরাম ছেড়ে মণিপুরে ফিরে যাওয়া ৷ মণিপুরে দুই কুকি মস্প্রদায়ের মহিলাকে বিবস্ত্র করে ঘোরানোর ঘটনা মিজোরামের যুবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে বলেও ওই বিবৃতিতে বলা হয় ৷ এরপরেই দক্ষিণ অসম ও মণিপুর থেকে মিজোরামে বসবাস করতে আসা মেইতেইতের একাংশ রাজ্য ছাড়ছেন বলে গুজব ছড়ায় ৷ এর প্রেক্ষিতেই ওই আবেদন জানিয়েছে মিজোরাম সরকার ৷
আরও পড়ুন:মণিপুরের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত স্বাধীনতা সংগ্রামীর স্ত্রীকে জীবন্ত পুড়িয়ে দিল দুষ্কৃতীরা