পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DMRC Employee Guinness World Records : 16 ঘণ্টা ট্রেন চালিয়ে গিনেস বুকে নাম তুললেন দিল্লি মেট্রোর কর্মী - DMRC employee Praful Singh enters name in Guinness World Records by travelling Delhi metro network in record time

গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠল দিল্লি মেট্রোর এক কর্মী প্রফুল সিংয়ের (DMRC employee enters name in Guinness World Records) ৷ তিনি দিল্লি মেট্রোর স্টেশন কন্ট্রোলার ও অপারেটর হিসেবে কর্মরত ৷

Guinness World Records of DMRC employee
গিনেস বুকে নাম তুললেন দিল্লির মেট্রোর এক কর্মী

By

Published : Mar 16, 2022, 9:32 PM IST

নয়াদিল্লি, 16 মার্চ : গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন দিল্লি মেট্রোর এক কর্মী ৷ ওই কর্মীর নাম প্রফুল সিং (Praful Singh Delhi metro Guinness World Record) ৷ তিনি দিল্লি মেট্রোর স্টেশন কন্ট্রোলার ও অপারেটর হিসেবে কর্মরত ৷ গত পাঁচ বছর ধরে তিনি এই কাজ করছেন ৷ তিনি দিল্লি মেট্রোর 12টি লাইনে 16 ঘণ্টা 2 মিনিটে রেকর্ড টাইমে করেছেন (Delhi Metro employee travels all 12 lines makes world record) ৷ এর আগে ওই রেকর্ড ছিল 16 ঘণ্টা 45 মিনিট ৷

দিল্লি মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, 348 কিলোমিটার বিস্তৃত রেললাইন ৷ 12টি লাইন রয়েছে ৷ 254টি মেট্রো স্টেশন রয়েছে ৷ দিল্লির রোহিনী এলাকার বাসিন্দা প্রফুল 2021 সালের 9 অগস্ট ব্রিগেডিয়ার হোসিয়ার সিং স্টেশন থেকে মেট্রো নিয়ে বের হন ৷ সকাল 9টায় ছাড়া সেই মেট্রোর যাত্রাপথ শুরু হয়েছিল গ্রিন লাইনে ৷

দিনভর ওই মেট্রোতেই ছিলেন তিনি ৷ তাঁর যাত্রা শেষ হয় বেগুনি লাইনের রাজা নাহার স্টেশনে ৷ সময় তখন রাত 12টা 20 ৷ এই কৃতিত্বের জন্য তিনি আগেই প্রশংসিত হয়েছেন ৷ এবার তাঁর নাম উঠল গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে ৷ মেট্রো রেলের তরফে টুইটারে প্রফুলের শংসাপত্রের ছবিও দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :Quarrying in Ganga at Haridwar : হরিদ্বারে গঙ্গায় খননে নিষেধাজ্ঞা জারি নৈনিতাল হাইকোর্টের

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details