নয়াদিল্লি, 16 মার্চ : গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুললেন দিল্লি মেট্রোর এক কর্মী ৷ ওই কর্মীর নাম প্রফুল সিং (Praful Singh Delhi metro Guinness World Record) ৷ তিনি দিল্লি মেট্রোর স্টেশন কন্ট্রোলার ও অপারেটর হিসেবে কর্মরত ৷ গত পাঁচ বছর ধরে তিনি এই কাজ করছেন ৷ তিনি দিল্লি মেট্রোর 12টি লাইনে 16 ঘণ্টা 2 মিনিটে রেকর্ড টাইমে করেছেন (Delhi Metro employee travels all 12 lines makes world record) ৷ এর আগে ওই রেকর্ড ছিল 16 ঘণ্টা 45 মিনিট ৷
দিল্লি মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, 348 কিলোমিটার বিস্তৃত রেললাইন ৷ 12টি লাইন রয়েছে ৷ 254টি মেট্রো স্টেশন রয়েছে ৷ দিল্লির রোহিনী এলাকার বাসিন্দা প্রফুল 2021 সালের 9 অগস্ট ব্রিগেডিয়ার হোসিয়ার সিং স্টেশন থেকে মেট্রো নিয়ে বের হন ৷ সকাল 9টায় ছাড়া সেই মেট্রোর যাত্রাপথ শুরু হয়েছিল গ্রিন লাইনে ৷