ডোডো (জম্মু ও কাশ্মীর), 4 ফেব্রুয়ারি: উপত্যকার ডোডা জেলায় ধস ৷ শনিবার জম্মুর পূর্বপ্রান্তের এই এলাকাটি পরিদর্শনে আসেন ডোডা জেলা প্রশাসন ৷ প্রশাসনিক কর্তাদের সঙ্গে ছিলেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল ৷ সরকারি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এখানে ধস নামে ৷ পরিস্থিতি খতিয়ে দেখতে তাড়াতাড়ি সেখানে জিএসআইয়ের বিশেষজ্ঞদের পাঠায় সরকার ৷ 21টি নির্মাণকার্যে ধসের প্রভাব পড়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তা ও জিএসআই দল ৷ জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দলটি এখানে ভূপ্রাকৃতিক অবস্থাও (Topography) পর্যবেক্ষণ করেছে ৷ এসডিএম জানিয়েছেন, ভূতত্ত্ববিদের দলটি এ বিষয়ে তাদের বিস্তারিত রিপোর্ট জমা দেবে ৷
শুক্রবার ডোডার থাতরি (Thathri of Doda) অঞ্চলের ঘরবাড়িতে ফাটল ধরে ৷ স্বভাবতই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় ৷ জানা গিয়েছে, প্রায় 50 টি বাড়িতে চিড় ধরেছে ৷ এই ঘটনায় এলাকাবাসীর জীবন ও তাঁদের জীবিকা কতটা সুরক্ষিত তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ৷ স্থানীয়রা জানিয়েছেন, অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷ কী কারণে এই ধস নামল, তা জানা যায়নি ৷ তবে কাছাকাছি খোঁড়াখুঁড়ির কাজ চলছিল ৷ সেই কারণে এমন আচমকা ধস বলে অভিযোগ এলাকাবাসীর ৷
আরও পড়ুন: জোশীমঠে ধসের কারণে ত্রাণ শিবিরে পাত্রের পরিবার, বিয়ে হল মন্দিরে