বেঙ্গালুরু, 13 মে: কর্ণাটকের ভাগ্য প্রায় নিশ্চিত হতে চলেছে ৷ কংগ্রেস বনাম বিজেপি লড়াইয়ে এখন হাত শিবির অনেকটাই এগিয়ে গিয়েছে ৷ বিজেপির ক্ষমতা অবসান হবে কি না, তার জন্য আর খুব বেশি অপেক্ষা করতে হবে না ৷ তবে আঞ্চলিক দল জনতা দল সেকুলার বা জেডিএস সেভাবে প্রভাব ফেলতে পারল না।
সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ প্রথম থেকেই এগিয়ে যেতে থাকে কংগ্রেস ৷ বেলা বাড়তে সেই সম্ভাবনা ক্রমশ বাস্তব রূপ নিতে থাকে। এর মধ্যে দেখে নেওয়া যাক, প্রাক্তন মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধারামাইয়া, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডিএসের প্রধান এইচডি কুমারস্বামী, কর্ণাটক প্রদেশ কংগ্রেস সভাপতি ডি কে শিবকুমার, বিদায়ী মুখ্যমন্ত্রী বিজেপির বাসবরাজ বোম্মাইরা কে কী অবস্থায় ?
কংগ্রেসের রাজ্য সভাপতি ডি কে শিবকুমার জয়ী হয়েছেন ৷ তিনি ওক্কালিগা সম্প্রদায়ের একজন প্রভাবশালী নেতা ৷ সূত্রে জানা গিয়েছে, তাঁর সঙ্গে কংগ্রেস হাইকম্যান্ডের সম্পর্ক বেশ ভালো ৷ আর কংগ্রেস সরকার গড়লে মুখ্যমন্ত্রীর তালিকায় প্রথম নাম তাঁরই ৷ তিনি কনকপুর থেকে কংগ্রেস প্রার্থী হয়েছেন ৷ এই বিধানসভা কেন্দ্র থেকে 2008, 2013 এবং 2018 সালে তিনি জয়ী হয়েছেন৷ 2013 সালে সিদ্ধারামাইয়ার মন্ত্রিসভায় তিনি মন্ত্রী হন ৷
কনকপুরে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী আর অশোকা, জেডিএস-এর বি নাগারাজু ৷ ডি কে শিবকুমার প্রায় 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন ৷ তাঁর প্রাপ্ত ভোটের হার 72.59 শতাংশ ৷ অনেকটাই পিছিয়ে জেডি(এস)-এর নাগারাজু ৷ আর তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী ৷ ডিকে শিবকুমার এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হয়েছেন ৷