পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Shivakumar Slams BJP: বিজেপির বিরুদ্ধে মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত করার অভিযোগ কংগ্রেসের শিবকুমারের - কর্ণাটক প্রদেশ কংগ্রেস

কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তিনি ওই রাজ্য়ের কনকপুরের বিধায়ক ৷ এবারও ওই আসন থেকে তাঁকে প্রার্থী করেছে কংগ্রেস ৷ শনিবার তিনি অভিযোগ করেন, বিজেপির তরফে তাঁর মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত করছে ৷

Shivakumar Slams BJP
Shivakumar Slams BJP

By

Published : Apr 22, 2023, 1:00 PM IST

বেঙ্গালুরু (কর্ণাটক), 22 এপ্রিল: ভোটের আবহে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার ৷ তাঁর অভিযোগ, বিজেপি, কর্ণাটকের মুখ্যমন্ত্রীর দফতর ও আইন বিভাগ তাঁর মনোনয়নপত্র বাতিল করার চক্রান্ত করছে ৷ শনিবার নিজের বাড়িতে এক সাংবাদিক বৈঠক করেন কংগ্রেসের এই নেতা ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেন ৷

2008 সাল থেকে কর্ণাটকের কনকপুরের বিধায়ক শিবকুমার ৷ এবারও তিনি ওই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ জমা দিয়েছেন মনোনয়নপত্র ৷ সেই মনোনয়নপত্র বাতিল করে দেওয়ার চক্রান্ত চলছে বলে তিনি অভিযোগ করেছেন ৷ তাঁর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখার জন্য তিনি ওই সাংবাদিক বৈঠক থেকেই নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছেন ৷

একই সঙ্গে তাঁর অভিযোগ, কর্ণাটকের একাধিক বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের মনোনয়নপত্রে ত্রুটি রয়েছে ৷ অথচ তাঁর মনোনয়নপত্র বাতিলের চক্রান্ত চলছে ৷ মুখ্যমন্ত্রীর দফতর থেকেই এর নির্দেশ গিয়েছে ৷ ওই দফতরের ফোন কলের রেকর্ড খতিয়ে দেখলেই বিষয়টি স্পষ্ট হবে ৷ তাই এই নিয়ে তদন্তের আর্জি জানিয়েছেন শিবকুমার ৷ একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, তাঁর মনোনয়নপত্র নিয়ে যদি এমন চক্রান্ত হয়, সেক্ষেত্রে অন্যদের ক্ষেত্রে কী হতে পারে ?

সাংবাদিক বৈঠকে কর্ণাটক প্রদেশ কংগ্রেসের সভাপতি ডি কে শিবকুমার

আগামী 10 মে কর্ণাটকে বিধানসভা ভোট ৷ সেই ভোটের দিন যত এগিয়ে আসছে, ততই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদানের সংখ্যা বাড়ছে ৷ বিশেষ করে যাঁরা প্রার্থী হতে পারেননি, তাঁরাই কংগ্রেসে যোগদান করছেন ৷ শনিবার চিত্তপুরের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাটিল ও অরবিন্দ চৌহান অনুগামীদের নিয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেন ৷ বেঙ্গালুরুতে তাঁদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন শিবকুমার ও প্রিয়াঙ্ক খাড়গে ৷

এর আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেত্তার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন ৷ এছাড়া ওই রাজ্যে স্থানীয় স্তরে বেশ কয়েকজন হেভিওয়েট নেতাও ইতিমধ্যে কংগ্রেসে নাম লিখিয়েছে ৷ তাই গেরুয়া শিবিরে এই ভাঙন ভোটে কতটা প্রভাব ফেলে, সেই দিকেই তাকিয়ে দাক্ষিণাত্যের রাজনৈতিক মহল ৷

কর্ণাটকে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2018 সালে একক বৃহত্তম দল ছিল বিজেপি ৷ কিন্তু দুই ও তিন নম্বরে থাকা কংগ্রেস ও জেডিএস কর্ণাটকের সরকার গড়ে ৷ বিরোধী আসনে বসতে হয় বিজেপিকে ৷ বছর খানেক পর কংগ্রেসের অন্দরের বিদ্রোহের জেরে সেই সরকারের পতন হয় ৷ 2019 সালে কর্ণাটকের মসনদে বসে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বি এস ইয়েদুরাপ্পা ৷ পরে তাঁকে সরিয়ে বাসবরাজ বোম্মাইকে মুখ্যমন্ত্রী করা হয় ৷

আরও পড়ুন:ঈশ্বরাপ্পাকে ফোন করে দুর্নীতিকেই সমর্থন করলেন মোদি, অভিযোগ কংগ্রেসের

ABOUT THE AUTHOR

...view details