পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Cauvery Water Dispute: কাবেরী জল বন্টন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বনধের ডাক কর্ণাটকে

Bandh in Mandya: কাবেরী জল বন্টন ইস্যুতে মান্ড্যায় বনধের ডাক দিয়েছে কৃষক ও কন্নড়পন্থী সংগঠনগুলি ৷ বনধকে ঘিরে রয়েছে কঠোর পুলিশি ব্যবস্থা ।

Bandh in Mandya
কাবেরী জল বন্টন ইস্যুতে বনধ

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 12:48 PM IST

মান্ড্যা(কর্ণাটক), 23 সেপ্টেম্বর:কাবেরী জল বন্টন ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করে বনধের ডাক দেওয়া হল কর্ণাটকের মান্ড্যা ও মাদ্দুর জেলায় ৷ তামিলনাড়ুতে কাবেরীর জল ছাড়ার বিষয়ে নিন্দা জানিয়ে শনিবার এই বনধের ডাক দিয়েছে কৃষক কল্যাণ কমিটি ৷ বনধের কারণে জনজীবন স্তব্ধ হয়ে গিয়েছে এই দুই শহরে ৷

প্রতিদিন 5 হাজারের পরিবর্তে কমপক্ষে 7 হাজার 200 কিউসেক কাবেরীর জল ছাড়ার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার ৷ বৃহস্পতিবার শীর্ষ আদালত তামিলনাড়ু ও কর্ণাটকের মধ্যে কাবেরীর জল বন্টনের বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে ৷ বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে যে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটি একটি উপযুক্ত সংস্থা এবং সিডব্লিউএমএ'র নির্দেশাবলীতে আদালত হস্তক্ষেপ করবে না ৷

বিচারপতি পিএস নরসিমহা এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের সমন্বয়ে গঠিত বেঞ্চ সিডব্লিউএমএকে প্রতি 15 দিনে পরিস্থিতি পর্যালোচনা ও পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নির্দেশ দিতে বলেছে । সর্বোচ্চ আদালত 27 সেপ্টেম্বর পর্যন্ত তামিলনাড়ুকে প্রতিদিন 5000 কিউসেক জল দেওয়ার সিডব্লিউএমএ'র নির্দেশকে চ্যালেঞ্জ করে কর্ণাটকের আবেদনও গ্রহণ করতে অস্বীকার করেছে । শুনানির সময় বেঞ্চ উল্লেখ করেছে যে দুর্বল বর্ষা, জলের গড় প্রবাহ এবং অন্যান্য প্রাসঙ্গিক কারণগুলির কারণে দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে কাবেরী ওয়াটার ম্যানেজমেন্ট অথরিটিকে আদেশটি দেওয়া হয়েছে ।

এরপরেই শুক্রবার কর্ণাটক জেলা কল্যাণ কমিটি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীরা বৈঠক করে আজ বনধের ডাক দেন । হোটেল, বেকারি, সিনেমা হল-সহ সব ধরনের দোকানঘর বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন হিতরক্ষা সমিতির পদাধিকারীরা । অটো চালক, ব্যক্তিগত গাড়ির মালিক, স্টুডিওর মালিক, জেলার সমস্ত অংশের মানুষ, ছাত্র গোষ্ঠী, কৃষক সংগঠন, দলিত সংঘাত কমিটি, প্রগতিশীল সংগঠন, কন্নড় সংগঠনগুলি স্বেচ্ছায় বনধকে সমর্থন করে এতে অংশ নিয়েছে । মান্ড্যা, মাদ্দুর, মালাভাল্লি, শ্রীরঙ্গপাটনা, পাণ্ডবপুর, কেআর পিট ও নাগমঙ্গলা তালুকে বনধে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে জেলা কল্যাণ কমিটি ।

এই কমিটি বলেছে, এটি রাজ্য সরকার, বিরোধী দল এবং সংসদদের জন্য একটি সতর্কতামূলক পাঠ । কাবেরী রাজ্যের সম্পত্তি এবং একে রক্ষা করা সকলের কর্তব্য । এ ব্যাপারে জেলার সকল সংস্থা ও সমিতিকে বনধে অংশগ্রহণ করে সরকারকে বার্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন হিত্ররক্ষা সমিতির সদস্যরা ।

আরও পড়ুন:'পুলিশি তদন্তের মান হতাশাজনক', 2 ফাঁসির আসামিকে বেকসুর খালাস করল সুপ্রিম কোর্ট

কাবেরী নদীর জল বণ্টনের ইস্যুতে কৃষক এবং কন্নড়পন্থী সংগঠনগুলির ডাকে মান্ড্যা বনধের জন্য শহর জুড়ে কঠোর পুলিশ নিরাপত্তা দেখা গিয়েছে । সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই বনধ হবে । সাধারণ মানুষের তরফে বনধে ভালো সারা মিলছে ৷ তবে বনধের দরুন সরকারি পরিবহণ, চিকিৎসা-সহ প্রয়োজনীয় পরিষেবা পাওয়া যাবে । তবে ব্যক্তিগত গাড়ি, অটো সার্ভিস-সহ দোকানপাট বন্ধ থাকবে বলে জানা গিয়েছে । প্রাক্তন মন্ত্রী সিএস পুত্ররাজু এবং অভিনেতা অভিষেক অম্বরীশও জেলা কৃষক কল্যাণ কমিটির ডাকা বনধকে সমর্থন করেছেন । তাঁরা মান্ড্যায়ার বিশ্বেশ্বরায় মূর্তির সামনে আয়োজিত বিক্ষোভে অংশও নেন । পরে বিক্ষোভকারীরা বেঙ্গালুরু-মহীশূর মহাসড়ক অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করে ।

ABOUT THE AUTHOR

...view details