পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গণধর্ষিত তিন সন্তানের মা, অভিযুক্ত জেলাশাসক ও এসপির গাড়ির চালক - গাড়ির চালক

Gang Rape in Jharkhand: চিকিৎসা করাতে এসে গণধর্ষিত এক মহিলা ৷ অভিযোগের আঙুল জেলাশাসক ও এসপির গাড়ির চালকদের দিকে ৷ দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঝাড়খণ্ডের ৷

Gang Rape in Jharkhand
গণধর্ষণ

By ETV Bharat Bangla Team

Published : Dec 28, 2023, 10:24 PM IST

পালামৌ (ঝাড়খণ্ড), 28 ডিসেম্বর: চিকিৎসা করাতে আসা মহিলাকে গণধর্ষণের অভিযোগ জেলাশাসক ও এসপির গাড়ির চালকদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পালামু জেলার মেদিনীনগর থানা এলাকায় ৷ পুলিশ অভিযান চালিয়ে ইতিমধ্যে ওই দুই অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে । তাঁদের জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে পুলিশ পরবর্তী ব্যবস্থা নিচ্ছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা ওই জায়গায় বাসিন্দা ৷ তিনি ডাক্তারের কাছে চিকিৎসা করাতে মেদিনীনগর থানা এলাকায় এসেছিলেন । সেখানে এসে মহিলার মোবাইলে রিচার্জ শেষ হয়ে যায় ৷ তাই চিকিৎসা করাতে এসে তিনি একটি মোবাইল রিচার্জের দোকান খুঁজছিলেন ৷ সেসময় তাঁর সঙ্গে অভিযুক্তদের মধ্যে থেকে একজন গাড়ির চালকের দেখা হয় । ওই চালক মহিলার কাছ থেকে টাকা নিয়ে রিচার্জ করে দেন । সেখান থেকে মহিলার নম্বরও পেয়ে যান অভিযুক্ত ৷

এরপর ওই চালক মহিলাকে ফোন করে একটি জায়গায় ডাকেন ৷ সেখানে অপর গাড়ির চালকও আসেন ৷ তারপর মহিলা সেখানে এলে ডিসি ও এসপির চালকরা তাঁকে একটি হাউজিং কলোনি এলাকায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনার পরই নির্যাতিতা মহিলা মেদিনীনগর টাউন থানার দ্বারস্থ হন । মহিলার অভিযোগের ভিত্তিতে মেদিনীনগর টাউন থানা পুলিশ তদন্তে নামে ৷ অভিযান চালিয়ে ডিসি ও এসপির চালককে গ্রেফতার করা হয় । পুলিশ উভয় চালককে জিজ্ঞাসাবাদ করছে এবং মহিলাকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে । নির্যাতিতা মহিলা তিন সন্তানের মা বলে জানা গিয়েছে । পালামুর এসপি রিশমা রামেসান বলেছেন, "দুই অভিযুক্তকেই গ্রেফতার করা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।" জেলাশাসক ও এসপির গাড়ির চালকদের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মেদিনীনগর থানা এলাকায় ৷

আরও পড়ুন:

  1. বন্ধুকে মদ্যপান জোর করিয়ে স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ! গ্রেফতারির দাবিতে আদিবাসী সংগঠন
  2. ফ্ল্যাট তৈরির কাজে এসে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেসিবি চালকের বিরুদ্ধে
  3. আদিবাসী মহিলার গণধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত-সহ গ্রেফতার তিন, 1 জনের খোঁজে চলছে পুলিশের তল্লাশি

ABOUT THE AUTHOR

...view details