পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

টুলকিট মামলায় জামিন দিশা রবির - টুলকিট মামলায় গ্রেফতার দিশা

টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি৷ মঙ্গলবার দুপুরে এই নির্দেশ দিয়েছে আদালত৷ কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি ও তা শেয়ার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দিশাকে৷ এদিন তাঁকে দু’টি 1 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে৷

টুলকিট মামলায় জামিন দিশা রবির
টুলকিট মামলায় জামিন দিশা রবির

By

Published : Feb 23, 2021, 4:21 PM IST

Updated : Feb 23, 2021, 4:34 PM IST

দিল্লি, 23 ফেব্রুয়ারি : টুলকিট মামলায় জামিন পেলেন পরিবেশ কর্মী দিশা রবি৷ মঙ্গলবার দুপুরে এই নির্দেশ দিয়েছে আদালত৷ কৃষক বিক্ষোভ নিয়ে টুলকিট তৈরি ও তা শেয়ার করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল দিশাকে৷ এদিন তাঁকে দু’টি 1 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে৷

গত 26 জানুয়ারি গণতন্ত্র দিবসের দিন দিল্লিতে কৃষকদের বিরুদ্ধে ট্রাক্টর মিছিল করার নামে তাণ্ডবের অভিযোগ উঠেছিল৷ পরে কৃষকদের বিক্ষোভকে সমর্থন করেন আন্তর্জাতিক সেলিব্রিটি ও পরিবেশ কর্মীরা৷ এই নিয়ে দিশা রবির বিরুদ্ধে টুলকিট বানানো এবং তা সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গকে পাঠানো হয় বলে অভিযোগ৷

সেই কারণেই দিশা রবিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ এই মামলায় দিশার সঙ্গেই অভিযুক্ত নিকিতা জেকব ও শান্তনু মুলুক৷ অভিযোগ, খালিস্তানপন্থী কোনও গ্রুপের সঙ্গে মিলে ওই টুলকিট বানানো হয়৷ আর ওই টুলকিটই গণতন্ত্র দিবসে কৃষকদের তাণ্ডবে ইন্ধন দিয়েছিল৷ এই নিয়ে কী তথ্য পুলিশের কাছে আছে, মঙ্গলবার শুনানির সময় আদালতের তরফে জানতে চাওয়া হয় বলে জানা গিয়েছে৷

আরও পড়ুন :চুরির অভিযোগে 3 জনকে বেঁধে পেটাল জনতা , পরিস্থিতি সামলাতে এলাকায় পুলিশ

আদালত সূত্রে খবর, পুলিশের তরফে দাবি করা হয় যে এই ষড়যন্ত্র নিয়ে পারিপার্শ্বিক প্রমাণ রয়েছে৷ তখন আদলতের তরফে প্রশ্ন তোলা হয় যে তাহলে কি এই নিয়ে কোনও প্রমাণই নেই পুলিশের কাছে৷

Last Updated : Feb 23, 2021, 4:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details