পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Adhir on No-Confidence Motion: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর

Adhir Chowdhury on No-Confidence Motion: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে হবে ৷ পরে অন্য বিল নিয়ে আলোচনা হবে ৷ লোকসভার অধিবেশন শুরুর আগে এমনটাই জানালেন অধীর চৌধুরী ৷

Adhir on No-Confidence Motion ETV BHARAT
Adhir on No-Confidence Motion

By

Published : Jul 31, 2023, 11:09 AM IST

Updated : Jul 31, 2023, 11:19 AM IST

নয়াদিল্লি, 31 জুলাই: অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করার চেষ্টা হচ্ছে ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সোমবার অধীর জানান, বিরোধী জোট 'ইন্ডিয়া'র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রের আনা অন্য বিল নিয়ে আলোচনায় বিরোধীদের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি ৷ তবে, বিজেপির সরকার পরিকল্পিতভাবে মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ অন্যদিকে, মণিপুরে বিরোধী জোটের সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছিল আজ তাদের থেকে রিপোর্ট নেবেন জোটের নেতারা ৷

অধীর এদিন বলেন, "বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাব এনেছে, তা নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ দেশের ভালোর জন্যই এমনটা করা দরকার ৷ অন্য বিল নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই ৷ কিন্তু, আগে অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রীয় সরকার বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করে দেখানোর চেষ্টা করছে ৷ এটা দেশের জন্য ভালো নয় ৷"

অন্যদিকে, আপ সাংসদ রাঘব চাড্ডা সোমবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, মণিপুরে যাওয়া সাংসদদের নিয়ে আজ সংসদে বৈঠক হবে ৷ সেই বৈঠকে মণিপুরের অবস্থা সম্পর্কে তাঁরা যে তথ্য নিয়ে এসেছেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে ৷ সেই আলোচনার পরই মণিপুর নিয়ে বিরোধীদের পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে ৷

আরও পড়ুন:মণিপুরের হিংসায় কেন্দ্র-রাজ্য উভয়কেই কাঠগড়ায় তুলল 'ইন্ডিয়া', স্মারকলিপি রাজ্যপালকে

উল্লেখ্য অধীর চৌধুরীর নেতৃত্বে গত শুক্রবার বিরোধী জোট ইন্ডিয়ার 21 সাংসদদের প্রতিনিধি দল মণিপুরে গিয়েছিল ৷ গত 3 মাস ধরে অশান্ত মণিপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তাঁরা ৷ সেখানকার পরিস্থিতি নিয়ে একটি রিপোর্টও তৈরি করেছেন প্রতিনিধি দলের সদস্যরা ৷ যার ভিত্তিতে গতকাল মণিপুরের রাজ্যপাল অনুসুইয়া উইকের হাতে একটি স্মারকলিপিও তুলে দিয়েছেন অধীর চৌধুরীরা ৷ আর আজ লোকসভায় বাদল অধিবেশন শুরুর আগে তিনি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দাবি তুললেন ৷

Last Updated : Jul 31, 2023, 11:19 AM IST

ABOUT THE AUTHOR

...view details