নয়াদিল্লি, 31 জুলাই: অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করার চেষ্টা হচ্ছে ৷ বিজেপি সরকারের বিরুদ্ধে এমনই অভিযোগ করলেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী ৷ সোমবার অধীর জানান, বিরোধী জোট 'ইন্ডিয়া'র আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রের আনা অন্য বিল নিয়ে আলোচনায় বিরোধীদের কোনও আপত্তি নেই বলেও জানান তিনি ৷ তবে, বিজেপির সরকার পরিকল্পিতভাবে মণিপুর ইস্যুতে আনা অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ অন্যদিকে, মণিপুরে বিরোধী জোটের সাংসদদের যে প্রতিনিধি দল গিয়েছিল আজ তাদের থেকে রিপোর্ট নেবেন জোটের নেতারা ৷
অধীর এদিন বলেন, "বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাব এনেছে, তা নিয়ে আগে আলোচনা করতে হবে ৷ দেশের ভালোর জন্যই এমনটা করা দরকার ৷ অন্য বিল নিয়ে আলোচনা করতে আমাদের আপত্তি নেই ৷ কিন্তু, আগে অনাস্থা প্রস্তাব নিয়ে সংসদে আলোচনা করতে হবে ৷ কেন্দ্রীয় সরকার বিরোধীদের আনা এই অনাস্থা প্রস্তাবের গুরুত্বকে লঘু করে দেখানোর চেষ্টা করছে ৷ এটা দেশের জন্য ভালো নয় ৷"