নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: সংসদের বিশেষ অধিবেশন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনার শেষ নেই। 18 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 22 সেপ্টেম্বর পর্যন্ত চলবে অধিবেশন ৷ কিন্ত কোন দিক থেকে বিশেষ এই অধিবেশন? পার্লামেন্টারি বুলেটিন জানাচ্ছে, নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিলের উপর আলোচনা হতে পারে এই বিশেষ অধিবেশনে। পাশাপাশি, অ্যাডভোকেট সংশোধনী এবং তার নথিভুক্তিকরণ সংক্রান্ত বিল আর পোস্ট অফিস বিল নিয়েও আলোচনা হবে পাঁচদিনের এই অধিবেশনে ৷
শুরুটা অবশ্য হবে অন্য ভাবে। স্বাধীনতার পর থেকে সংসদের গত 75 বছরের যাত্রাপথ নিয়ে আলোচনা করবেন সাংসদরা ৷ সংবিধান সভা থেকে শুরু করে সংসদের বিভিন্ন অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এত বছরের প্রাপ্তি থেকে শুরু করে অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষনীয় বিষয়গুলি তুলে ধরা হবে লোকসভায় ৷
এই অধিবেশনের ক্ষেত্রে নির্বাচন কমিশনারের নিয়োগ সংক্রান্ত বিলটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে ৷ অগস্ট-সেপ্টেম্বরের বাদল অধিবেশনে 10 অগস্ট রাজ্যসভায় এই বিলটি পেশ করা হয় ৷ নির্বাচন কমিশনের কর্ম প্রক্রিয়ার বিষয়টিও এই বিলে অন্তর্ভুক্ত রয়েছে ৷ এছাড়া এই বিল অনুযায়ী, মুখ্য নির্বাচনী কমিশনার নিয়োগের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে লোকসভার বিরোধী নেতা এবং প্রধানমন্ত্রী মনোনীত কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়ে একটি কমিটি গঠিত হবে ৷