পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Monsoon Session 2023: লোকসভায় অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাবনা, জানুন কবে ? - বিরোধী ইন্ডিয়ার চাপ

সূত্রের খবর, 8 ও 9 অগস্ট এ নিয়ে আলোচনা হতে পারে সংসদের নিম্নকক্ষে ৷ আলোচনার শেষে প্রধানমন্ত্রী তাঁর উত্তর দিতে পারেন বলেই জানা গিয়েছে ৷

ETV Bharat
সংসদ

By

Published : Aug 1, 2023, 1:27 PM IST

Updated : Aug 1, 2023, 2:20 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট: আজও মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ ৷ এমনই আবহে সূত্রের দাবি, এবার লোকসভায় বিজেপি সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে ৷ অধ্যক্ষ ওম বিড়লা 8 ও 9 অগস্ট লোকসভায় এ নিয়ে আলোচনার করার অনুমতি দিতে পারেন ৷ আর সরকার পক্ষের তরফে উত্তর দেওয়ার দিন হিসেবে 10 অগস্টকে ধার্য করা হতে পারে বলে জানা গিয়েছে ৷ বিজনেজ অ্যাডভাইরসারি কমিটি বা বিএসি একটি বৈঠকে বিরোধী ইন্ডিয়া জোটের সদস্যরা অনাস্থা নিয়ে আলোচনার দাবিতে ওয়াক আউট করে বেরিয়ে যায় ৷ তারপর এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ৷

মনে রাখা দরকার, এর ঠিক একদিন বাদে 11 অগস্ট বাদল অধিবেশন শেষ হওয়ার কথা ৷ অর্থাৎ অধিবেশন শেষ হওয়ার ঠিক আগেই বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ তবে এই ব্যাপারে এখনও কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে অনুমতি দিলেন অধ্যক্ষ ওম বিড়লা

অনাস্থা প্রস্তাবের নোটিশ পাঠানোর পর থেকে বিরোধী ইন্ডিয়া জোট এ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে ৷ জোটের পক্ষে কংগ্রেস, তৃণমূল ডিএমকে, বামপন্থী দলগুলি তো বটেই এমনকী বিআরএসও এই সপ্তাহেই বিজেপি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দাবি তোলে ৷ এদিকে সরকার পালটা চাপ দেয় যে, এমন কোনও নিয়ম নেই যে অনাস্থা প্রস্তাবের নোটিশের সঙ্গে সঙ্গেই তা নিয়ে আলোচনা করতে হবে ৷ নোটিশ জমা দেওয়া থেকে 10টি কাজের দিনের মধ্যে এ নিয়ে আলোচনা করা যেতে পারে ৷

26 জুলাই কংগ্রেস সাংসদ গৌরব গগৈ অনাস্থা প্রস্তাবের নোটিশ জমা দেন ৷ তিনি ছাড়া বিআরএস সাংসদ নাগেশ্বরও এই প্রস্তাব নিয়ে নোটিশ দিয়েছেন ৷ মণিপুরের হিংসা নিয়ে তোলপাড় সংসদের দুই কক্ষই ৷ লাগাতার বিরোধিতার জেরে প্রায় রোজই দু'টি কক্ষ সময়ের আগে মুলতুবি হয়ে যাচ্ছে ৷ আজও দিনের শুরুতেই লোকসভা দুপুর 2টো পর্যন্ত মুলতুবি ঘোষণা করা হয় ৷ রাজ্যসভাও দুপুর 2টা পর্যন্ত মুলতুবি হয় ৷

আরও পড়ুন: আগে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, পরে বাকি সব; লোকসভায় জানালেন অধীর

বিরোধীরা মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়েছে ৷ তাছাড়া অনাস্থা প্রস্তাবের মধ্যেই দু'টি কক্ষে বিল পাশ করা হচ্ছে ৷ একে অসাংবিধানিক বলে দাবি করছে বিরোধী জোট ৷ 29-30 জুলাই মণিপুরের অবস্থা দেখে এসেছে ইন্ডিয়া জোটের 21জন সাংসদ ৷ এরপর আজ অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সম্ভাব্য দিন জানা গেল ৷ লোকসভায় 543টি আসনের মধ্যে বিজেপির নেতৃত্বে এনডিএ জোটের দখলে 330টিরও বেশি আসন ৷ এদিকে বিরোধী ইন্ডিয়া জোটের কাছে 140টির কিছু বেশি আসন রয়েছে ৷ পাঁচটি আসন ফাঁকা ৷

Last Updated : Aug 1, 2023, 2:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details