পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Incomes of Political Parties অজানা উৎস থেকে 15 হাজার কোটি ঢুকেছে সব দলের তহবিলে, অসঙ্গতি তৃণমূলের অডিট রিপোর্টেও

2020-21 অর্থবর্ষে তৃণমূলের ঘোষিত আয়ের সঙ্গে অডিট (Income Audit and Contribution Reports of TMC) রিপোর্টে বিস্তর ফারাক ৷ এমনটাই উল্লেখ করা হয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের করা রাজনৈতিক দলগুলির আয় বিশ্লেষণে ৷ যেখানে বলা হয়েছে, 2004-05 এবং 2020-2021 এই সময়ের মধ্যে ভারতের অজানা উৎস থেকে জাতীয় রাজনৈতিক দলগুলি 15 হাজার 77 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছে (Incomes of Political Parties) ৷

By

Published : Aug 27, 2022, 9:39 AM IST

Discrepancies in Audit and Contribution Reports of TMC and AAP Mention in ADR Analysis
Discrepancies in Audit and Contribution Reports of TMC and AAP Mention in ADR Analysis

নয়াদিল্লি, 27 অগস্ট: 2004-05 এবং 2020-2021 এই সময়ের মধ্যে ভারতের জাতীয় রাজনৈতিক দলগুলি 15 হাজার 77 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছে (Incomes of Political Parties) ৷ যে অর্থের উৎস কেউ জানেনা ৷ এমনই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (Association for Democratic Reforms) করা রাজনৈতিক দলগুলির আয়ের বিশ্লেষণ রিপোর্টে ৷ যেখানে 2020-21 সালের মধ্যে অজানা উৎস থেকে জাতীয় এবং আঞ্চলিক দলগুলির মিলিত আয় 690 কোটি 67 লক্ষ টাকা ৷ যে তালিকায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও রয়েছে ৷ যেখানে তৃণমূলের আয়ের হিসাবের সঙ্গে অডিট রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে বলে জানা গিয়েছে (Income Audit and Contribution Reports of TMC) ৷ তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷

অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের তরফে এই আয় বিশ্লেষণের জন্য 8টি জাতীয় এবং 27টি আঞ্চলিক দলকে বেছে নেওয়া হয়েছিল ৷ জাতীয় দলগুলিতে রয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের জাতীয় কংগ্রেস (আইএনসি), তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এনসিপি, বিএসপি, সিপিআই এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিইপি) ৷

আঞ্চলিক দলগুলির মধ্যে রয়েছে আম আদমি পার্টি, এজিপি, এআইএডিএমকে, এআইএমআইএম, বিজেডি, সিপিআইএমএল (এল),ডিএমডিকে, ডিএমকে, জেডিএস, জেএমএম, এমএনএস, এনপিএফ, আরএলডি, এসডিএফ, শিবসেনা, টিডিপি, টিআরএস, ওয়াইএসআর-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ৷

ভারতীয় নির্বাচন কমিশনে এই সব রাজনৈতিক দলগুলির তরফে দেওয়া অনুদান এবং আয়কর তথ্য থেকে বিশ্লেষণ করা হয়েছে ৷ যেখানে দেখা যাচ্ছে, জাতীয় রাজনৈতিক দলগুলি 2004-05 এবং 2020-21 অর্থবর্ষে 15 হাজার 77 কোটি 97 লক্ষ টাকা অজানা উৎস থেকে আয় করেছে ৷ এর মধ্যে 2020-21 অর্থবর্ষে কংগ্রেসের ঘোষিত আয়ের 178.782 কোটি টাকা অজানা উৎস থেকে ৷ যা অন্যান্য জাতীয় রাজনৈতিক দলগুলির অজানা উৎস থেকে হওয়া মোট আয়ের 41.89 শতাংশ ৷ আর কেন্দ্রের শাসকদল বিজেপি 2020-21 অর্থবর্ষে যে মোট আয় ঘোষণা করেছে, তার মধ্যে 100.502 কোটি টাকা অজানা উৎস থেকে এসেছে ৷

আরও পড়ুন:পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে নীতিগত সিদ্ধান্ত রাজ্যের, তিন বছরের বেশি এক দফতরে থাকলেই বদলি

আর রাজ্যের শাসকদল তৃণমূলের আয়ের হিসেবে যে অডিট হয়েছিল তাতে অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের সমীক্ষায় উল্লেখ করা হয়েছে ৷ 2020-21 অর্থবর্ষে জাতীয় ও আঞ্চলিক মিলিয়ে মোট 7টি রাজনৈতিক দলের ঘোষিত আয়ের সঙ্গে অডিট রিপোর্টে বিস্তর অসঙ্গতি রয়েছে ৷ তার মধ্যে একটি তৃণমূল কংগ্রেস ৷ এছাড়াও রয়েছে, সিপিআই, আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলি ৷

ABOUT THE AUTHOR

...view details