নয়াদিল্লি, 27 অগস্ট: 2004-05 এবং 2020-2021 এই সময়ের মধ্যে ভারতের জাতীয় রাজনৈতিক দলগুলি 15 হাজার 77 কোটি টাকার বেশি অর্থ সংগ্রহ করেছে (Incomes of Political Parties) ৷ যে অর্থের উৎস কেউ জানেনা ৷ এমনই তথ্য উঠে এসেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের (Association for Democratic Reforms) করা রাজনৈতিক দলগুলির আয়ের বিশ্লেষণ রিপোর্টে ৷ যেখানে 2020-21 সালের মধ্যে অজানা উৎস থেকে জাতীয় এবং আঞ্চলিক দলগুলির মিলিত আয় 690 কোটি 67 লক্ষ টাকা ৷ যে তালিকায় রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসও রয়েছে ৷ যেখানে তৃণমূলের আয়ের হিসাবের সঙ্গে অডিট রিপোর্টের বিস্তর ফারাক রয়েছে বলে জানা গিয়েছে (Income Audit and Contribution Reports of TMC) ৷ তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ ৷
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মসের তরফে এই আয় বিশ্লেষণের জন্য 8টি জাতীয় এবং 27টি আঞ্চলিক দলকে বেছে নেওয়া হয়েছিল ৷ জাতীয় দলগুলিতে রয়েছে, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের জাতীয় কংগ্রেস (আইএনসি), তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, এনসিপি, বিএসপি, সিপিআই এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিইপি) ৷
আঞ্চলিক দলগুলির মধ্যে রয়েছে আম আদমি পার্টি, এজিপি, এআইএডিএমকে, এআইএমআইএম, বিজেডি, সিপিআইএমএল (এল),ডিএমডিকে, ডিএমকে, জেডিএস, জেএমএম, এমএনএস, এনপিএফ, আরএলডি, এসডিএফ, শিবসেনা, টিডিপি, টিআরএস, ওয়াইএসআর-কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ৷