মুম্বই, 4 জুলাই : 879 কোটি টাকা মূল্যের 300 কেজি হেরোইন বাজেয়াপ্ত করল ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স (Directorate of Revenue Intelligence or DRI) ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলায় জহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট থেকে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সেই সঙ্গে এক পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, আফগানিস্তান থেকে ইরান হয়ে এই বিপুল পরিমাণ মাদক ভারতে আনা হচ্ছিল ৷ সাম্প্রতিকালের মধ্যে সবচেয়ে বড় মাদকের কনসাইনমেন্ট বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা ৷
ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্সের তরফে জানানো হয়েছে, জিপসাম স্টোন এবং টেলকম পাউডার বলে এই মাদকগুলিকে ভারতে আনা হয়েছিল ৷ গোয়েন্দা বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, রফতানি এবং আমদানি কোডে প্রভজ্যোত সিং-এর নাম ছিল ৷ যে নাম থেকে গোয়েন্দারা মনে করছেন, এই মাদক পঞ্জাবে পাচার করার কথা ছিল ৷ মাদক উদ্ধারের পরেই প্রভজ্যোত সিংকে গ্রেফতার করা হয়েছে ৷
তদন্তকারীরা জানিয়েছেন, অভিযুক্ত এর আগে গত বছর জিপসাম স্টোন এবং টেলকম পাউডার আমদানি করিয়েছিল জহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট দিয়ে ৷ এর পর গত বছর অগাস্ট মাসে মুম্বই কাস্টমস এবং ডিরেক্টরেট অফ রেভেনিউ ইন্টেলিজেন্স 191 কেজি মাদক উদ্ধার করে ৷ যে মাদকের বাজার মূল্য ছিল এক হাজার কোটি টাকা ৷ সেগুলি সে আয়ুর্বেদিক ওষুধরে নাম করে আফগানিস্তান থেকেই আমদানি করিয়েছিল বলে অনুমান তদন্তকারী আধিকারিকদের ৷