অমরাবতী, 30 মার্চ: গত 25 মার্চ আত্মহত্যা করেন হরিসালের রেঞ্জ অফিসার দীপালি চবন (33) ৷ ইতিমধ্যে এই ঘটনায় কড়া পদক্ষেপ নিয়েছে মহারাষ্ট্র সরকার ৷ সাসপেন্ড করা হয়েছে গুগামাল ফরেস্ট রেঞ্জের ডেপুটি কনজারভেটর বিনোদ শিবকুমারকে ৷ যিনি দীপালিকে নিয়মিতভাবে মানসিক ও শারীরিক নিগ্রহ করতেন বলে অভিযোগ ৷ শুক্রবার নাগপুর রেল স্টেশন থেকে নাটকীয়ভাবে গ্রেফতার করা হয় শিবকুমারকে ৷ একই ঘটনায় সরানো হয়েছে মেলঘাট ব্যাঘ্র অভয়ারণ্যের ফিল্ড ডিরেক্টর এমএস রেড্ডিকে ৷
গত সপ্তাহের বৃহস্পতিবার নিজের সার্ভিস রিভেলভার দিয়ে আত্মহত্য করেন দীপালি ৷ ময়নাতদন্তের রিপোর্ট থেকে জানা গিয়েছে, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন ৷ এদিকে, দীপালি সুইসাইড নোটে লিখে গেছেন, শিবকুমার তাঁকে পেশাগত হেনস্থা তো করতেনই, এমনকি নিয়মিতভাবে যৌন নিগ্রহ করেছেন ৷ দীপালির অভিযোগ, উচ্চপদস্থ আধিকারিকের যৌন নিগ্রহের কারণে তাঁর একবার অনিচ্ছাকৃত গর্ভপাত হয় ৷ এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আত্মহত্যা করছেন তিনি ৷