পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Dilip Ghosh attacks TMC : 'দুয়ারে বোমা শিল্প', নোদাখালির ঘটনায় তৃণমূলকে আক্রমণ দিলীপের - Dilip Ghosh

নোদাখালির বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ(Dilip Ghosh) করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ টুইটে তিনি লেখেন, দুয়ারে বোমা শিল্প ৷

Dilip Ghosh Attacks TMC Nodakhali Blast
'দুয়ারে বোমা শিল্প', নোদাখালির ঘটনায় তৃণমূলকে আক্রমণ দিলীপের

By

Published : Dec 1, 2021, 10:20 PM IST

নয়াদিল্লি, 1 ডিসেম্বর: দক্ষিণ 24 পরগনার নোদাখালির বাজি কারখানায় বিস্ফোরণে 3 জনের মৃত্যুর ঘটনায় রাজ্যের তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ৷ এই বিষয়ে তিনি টুইটে লেখেন, দুয়ারে বোমা শিল্প ৷ রাজ্য পুলিশ অন্ধ হয়ে আছে অথচ রাজ্যে এই ধরনের ঘটনা ক্রমাগতই ঘটে চলেছে ৷ প্রশাসনও নির্বিকার রয়েছে ৷

ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি ৷ এদিন তিনি বলেন, "পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের মধ্যেই আছে।" আজ দক্ষিণ 24 পরগনার ডায়মন্ডহারবারে বিস্ফোরণ ইস্যুতে তৃণমূলকে একহাত নেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন: বিজেপি সরলেই মোদি সরকারের তৈরি সব আইন বাতিলের প্রতিশ্রুতি মমতার

এই বিষয়ে তিনি আরও বলেন, "এর আগে মালদা, নৈহাটি, পিংলা ও খাগড়াগড়ের ঘটনা আমরা দেখেছি। বোমা-বন্দুকের কারখানা রাজ্যে ভরে গিয়েছে। ডায়মন্ডহারবার থেকে সমাজবিরোধী ও গুন্ডাদের নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরাতে নির্বাচন জিততে। বজবজ, নোদাখালি এগুলি খুবই স্পর্শকাতর এলাকা। সবচেয়ে বেশি ক্রাইম এখানে হচ্ছে। এবার নির্বাচনের সময় সব থেকে বেশি গন্ডগোল এখানে হয়েছে। এই জায়গাগুলিকে মুক্তাঞ্চলে পরিণত করা হয়েছে। মানুষের জীবন অশান্তিতে ভরে গিয়েছে। মানুষ ভয়ের মধ্যে আছেন। রাজ্য শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে ৷" দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details