ইন্দোর, 27 মার্চ: কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং-সহ (Digvijaya Singh Awarded One-year Jail) 6 জনকে 1 বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল ইন্দোরের আদালত ৷ 2011 সালে ভারতীয় জনতা যুব মোর্চার আন্দোলনরত কর্মীদের সঙ্গে সংঘর্ষে (Digvijaya Singh Clash with BJYM Workers) জড়িয়ে পড়ার মামলায় এই সাজা দেয় আদালত ৷ যদিও পরে প্রত্যেককে 25,000 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে ৷
ভারতীয় দণ্ডবিধির 325 নং ধারা অর্থাৎ ইচ্ছাকৃত ভাবে আঘাত করার মামলা এবং 109 নং ধারা অর্থাৎ হামলায় প্ররোচনা দেওয়ার মামলায় দিগ্বিজয় সিং (Digvijaya Singh Sentences One Year Imprisonment) ও উজ্জয়িনীর প্রাক্তন সাংসদ প্রেমচন্দ গুড্ডুকে দোষী সাব্যস্ত করেছেন বিচারক মুকেশ নাথ ৷ 325 নং ধারাতেই দোষী সাব্যস্ত করা হয়েছে অনন্ত নারায়ণ, জয়সিং দরবার, আসলাম লালা ও দিলীপ চৌধুরীকে ৷ তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস করে দেওয়া হয় তারানার কংগ্রেস বিধায়ক মহেশ পারমার, মুকেশ ভাটি ও হেমন্ত চৌহানকে ৷ দোষীদের এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে 5000 টাকা করে জরিমানাও করেছে আদালত ৷
আরও পড়ুন:বেঙ্গালুরুর হোটেলের বাইরে ধরনা, দিগ্বিজয় সিংকে প্রিভেন্টিভ অ্যারেস্ট পুলিশের