পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Swami Vivekananda : বীর সন্ন্যাসীর তিরোধান দিবসে শ্রদ্ধার্ঘ্য অমিত, মমতার - স্বামীজির তিরোধান দিবসে শ্রদ্ধা মমতা-শাহের

আজ 4 জুলাই স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) তিরোধান দিবস ৷ দেশজুড়ে পালিত হচ্ছে দিনটি ৷ টুইটে শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ৷

স্বামী বিবেকানন্দ
স্বামী বিবেকানন্দ

By

Published : Jul 4, 2021, 1:29 PM IST

Updated : Jul 4, 2021, 4:25 PM IST

কলকাতা, 4 জুলাই : বিশ্বের দরবারে উপস্থাপন করেছিলেন ভারতবর্ষকে ৷ সনাতন হিন্দুধর্মের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন বিশ্ববাসীকে ৷ তাঁর একটি মাত্র সম্বোধন আলোড়ন তৈরি করে আমেরিকাবাসীর মনে ৷ জীবনকাল মাত্র 39 বছরের ৷ 4 জুলাই স্বামীজির তিরোধান দিবসে পালিত হয় দেশজুড়ে ৷ বীর সন্ন্যাসীকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী ৷ উল্লেখ করলেন তাঁর আত্মত্যাগের কথাও ৷

1893 সালে বিশ্বধর্ম মহাসভায় ভারত এবং হিন্দুধর্মের প্রতিনিধিত্ব করতে যান বিবেকানন্দ ৷ সভা আয়োজিত হয়েছিল আমেরিকার শিকাগোয় ৷ সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন স্বামীজি ৷ কিন্তু তাতেই সকলের মন জয় করেন ৷ কারণ আমেরিকাবাসীকে তিনি আপন ভাই-বোন বলে সম্বোধন করেন ৷ সেই শুরু ৷ হিন্দুধর্মের প্রচারক হিসাবে গিয়েছেন একাধিক জায়গায় ৷ আমেরিকাতেই বিভিন্ন প্রদেশে আমন্ত্রিত হয়েছেন ৷ তারপর ইংল্যান্ড, কলম্বো হয়ে দেশে ফেরা ৷ কর্মজীবনের শেষের দিকে 1897 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের ৷

কলকাতা হাইকোর্টের আইনজীবী বিশ্বনাথ দত্ত এবং ভুবনেশ্বরী দেবীর সন্তান নরেন্দ্রনাথের জন্ম 1863 সালের 12 জানুয়ারি ৷ ডাকনাম বিলে ৷ ছেলেবেলা থেকেই ধ্যানে মগ্ন হতে ভালবাসতেন ৷ পরে আসেন রামকৃষ্ণ পরমহংসদেবের সান্নিধ্যে ৷ পাঠ নেন আধ্যাত্মিকতার ৷ ছিলেন সারদা দেবীর কাছাকাছিও ৷

1902 সালের এই দিনটিকে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস হিসাবে চিহ্নিত করা হয় ৷ মাত্র 39 বছর বয়সে দেহত্যাগ করেন স্বামীজি ৷ অনেকের মতেই মহাসমাধি ঘটে তাঁর ৷ তারপর থেকে পালিত হয়ে আসছে দিনটি ৷ রবিবার সকালে স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ৷ পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-ও টুইটে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ৷

আরও পড়ুন : বিবেকানন্দকে পাথেয় করে করোনা আক্রান্তদের সেবায় বাঁকুড়ার যুবক

Last Updated : Jul 4, 2021, 4:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details