বালি, 16 নভেম্বর: ডিজিটাল রূপান্তর (Digital transformation) আমাদের যুগের সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন ৷ বালিতে জি20 শীর্ষ সম্মেলনে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM at G20 summit)৷ তিনি বলেন, "কয়েক দশক দীর্ঘ দারিদ্র্যের বিরুদ্ধে লড়াইয়ে বড় শক্তি হতে পারে ডিজিটাল প্রযুক্তির যথোপযুক্ত ব্যবহার ৷"
প্রধানমন্ত্রী আরও বলেন, "পরের বছর জি20 প্রেসিডেন্সির সময় ভারত এই লক্ষ্যে জি20 অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করবে । 'উন্নয়নের জন্য ডেটা' নীতিটি আমাদের প্রেসিডেন্সির সামগ্রিক থিম 'এক পৃথিবী, একটি পরিবার, একটি ভবিষ্যত'-এর একটি অবিচ্ছেদ্য অংশ হবে ৷"
প্রধানমন্ত্রীর কথায়, "ভারতে আমরা ডিজিটাল অ্যাক্সেসকে সর্বজনীন করছি, কিন্তু আন্তর্জাতিক স্তরে এখনও একটি বিশাল ডিজিটাল বিভাজন রয়েছে । বিশ্বের অধিকাংশ উন্নয়নশীল দেশের নাগরিকদের কোনও ডিজিটাল পরিচয় নেই । শুধুমাত্র 50টি দেশেই ডিজিটাল পেমেন্ট সিস্টেম রয়েছে ৷ আমরা কি একসঙ্গে অঙ্গীকার করতে পারি যে, আগামী দশ বছরে আমরা প্রতিটি মানুষের জীবনে ডিজিটাল রূপান্তর আনব, যাতে বিশ্বের কোনও মানুষ ডিজিটাল প্রযুক্তির সুবিধা থেকে বঞ্চিত না হন ।"