পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

Wrestlers Protest: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন বজরং-সাক্ষীরা - স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর

অভিযোগকারিণী নাবালিকা নয় এটা তদন্তে বেরিয়ে আসার পরই সোশাল মিডিয়া পোস্ট ঘিরে শোরগোল ৷ সেই পোস্ট থেকে নাকি জানা গিয়েছে তিনি এখন অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন ৷ পুলিশ কী বলছে এই বিষয়ে ? এদিকে রবিরাব রাতে অমিত শাহর সঙ্গে দেখা করলেন কুস্তিগীররা।

ETV Bharat
কুস্তিগীরদের প্রতিবাদ

By

Published : Jun 5, 2023, 10:10 AM IST

Updated : Jun 5, 2023, 10:41 AM IST

নয়াদিল্লি, 5 জুন:রবিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করলেন আন্দোলনরত কুস্তিগীররা। রাজধানীতে শাহর বাসভবনে গিয়ে শাহের কাছে কুস্তি সংগঠনের প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারের দাবি জানিয়েছেন তাঁরা। সূত্রের খবর, প্রায় মধ্যরাত পর্যন্ত চলা এই বৈঠকে বজরং পুনিয়া থেকে শুরু করে সাক্ষী মালিকের মতো সেরা কুস্তিগীররা হাজির ছিলেন। বৈঠকে বিভিন্ন বিষয় উঠে এসেছে।

একটি সূত্রের দাবি, কুস্তিগীরদের বিভিন্ন অভিযোগ শোনার পর তাঁদের আশ্বস্ত করেছেন শাহ। জানিয়েছেন, আইনের চোখে সবাই সমান। পাশাপাশি গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দিয়েছেন বিজেপির এই প্রাক্তন সভাপতি। প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশের অধীনে । তারাই এই তদন্ত করছে। এর আগে তদন্ত নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন কুস্তিগীররা। এমনই আবহে অমিতের সঙ্গে দেখা করলেন কুস্তিগীররা।

এদিকে কুস্তিগীরদের দায়ের করে অভিযোগের তদন্তে নয়া মোড় ৷ রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করা নাবালিকা কুস্তিগীর নাকি তার অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে ৷ জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় ওই নাবালিকা এমনই দাবি করেছে ৷ সেখানে বলা হয়েছে, পাতিয়ালা হাউস কোর্টে দায়ের করা পিটিশনের মাধ্যমে নাবালিকা তার অভিযোগ প্রত্যাহার করেছে ৷ যদিও এই অভিযোগ নথিভুক্তকারী দিল্লি পুলিশ এখনও বিষয়টি নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ৷

আরও পড়ুন : 83’র বিশ্বকাপ জয়ী দলের বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিলেন রজার বিনি

পুলিশ সূত্রে খবর, তদন্তে দেখা গিয়েছে যে মেয়েটি অভিযোগ করেছে সে নাবালক নয়, প্রাপ্তবয়স্ক ৷ বিষয়টি জানার পর তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আশঙ্কা করেই তিনি এখন তাঁর অভিযোগ প্রত্যাহার করেছেন বলে মনে করা হচ্ছে ৷ তবে অভিযোগ প্রত্যাহার করার আগে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর দেওয়া জবানবন্দি রেকর্ড হয়েছে আগেই ৷

Last Updated : Jun 5, 2023, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details