জলপাইগুড়ি, 9 জানুয়ারি: আর দু'দিন নয়, ডিব্রুগড় থেকে কন্যাকুমারী পর্যন্ত বিবেক এক্সপ্রেস ট্রেনটি আগামী মে মাস থেকে চলবে সপ্তাহে চারদিন (Vivek Express Will Run 4 Days in a Week)। ভারতীয় রেলের দীর্ঘতম ট্রেন ডিব্রুগড়-কন্যাকুমারী (Dibrugarh–Kanyakumari) বিবেক এক্সপ্রেস ৷ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অসমের ডিব্রুগড় থেকে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী পর্যন্ত বর্তমানে চলাচল করে সপ্তাহে দু'দিন। বিবেক এক্সপ্রেস ট্রেন যাত্রায় 4 হাজার 189 কিলোমিটার দূরত্বের মধ্যে ভারতের ন'টি রাজ্যের মধ্য দিয়ে অতিক্রম করে। দূরত্ব ও সময়সীমার কারণেই ভারতের মধ্যে বর্তমানে দীর্ঘতম ট্রেন বিবেক এক্সপ্রেস।
সমগ্র রুটে ট্রেনটির মোট 59টি হল্ট রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে, বিবেক এক্সপ্রেস 2011 সালের 19 নভেম্বর পথচলা শুরু করে। বিগত 11 বছর ধরে এই ট্রেনটি নিরলসভাবে জনগণকে পরিষেবা দিয়ে চলেছে। এবার থেকে সপ্তাহে চারদিন করে বিবেক এক্সপ্রেস চলাচলের ফলে উত্তর-পূর্ব ভারতের মানুষের যাতায়াতের জন্য অনেক সুবিধা হবে বলেই মনে করছে রেল। প্রসঙ্গত, উত্তর-পূর্ব ভারত থেকে দক্ষিণ ভারতে যাবার জন্য বিবেক এক্সপ্রেস ট্রেনটি খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রেন। বিশেষ করে দক্ষিণ ভারতে যারা চিকিৎসার জন্য যান তাঁদের পক্ষে এই ট্রেনটির চাহিদা অনেক। এবার সপ্তাহে চারদিন চলার ফলে উত্তর-পূর্ব ভারতের সাধারণ মানুষের খুবই সুবিধা হবে বলেও রেল সূত্রে জানানো হয়েছে।