নয়াদিল্লি, 23 মে : ডায়াবিটিজ থাকা কোভিড রোগীদের চিকিত্সায় স্টেরয়েড ব্যবহার করা হলে ও তাঁকে ভেন্টিলেটরে রাখা হলে, তাঁর শরীরে ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ ছড়ানোর ঝুঁকি প্রবল ৷ জানালেন দিল্লির এইমস হাসপাতালের শীর্ষ নিউরোসার্জেন ড. পি শরত্ চন্দ্র ৷ কোভিড রোগীদের চিকিত্সার ষষ্ঠ সপ্তাহে ব্ল্যাক ফাংগাস হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলে তিনি জানিয়েছেন ৷
তিনি আরও জানিয়েছেন, "ব্ল্যাক ফাংগাস হওয়ার কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হল অনিয়ন্ত্রিত ডায়াবিটিজ, চিকিত্সায় স্টেরয়েডের ব্যবহার, ভেন্টিলেশনে থাকা এবং বিকল্প অক্সিজেন নেওয়া ৷" তাঁর মতে, "সিলিন্ডার থেকে সরাসরি ঠান্ডা অক্সিজেন দেওয়াটা খুবই মারাত্মক ৷ ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ রুখতে রোগীকে অ্যান্টি ফাংগাল ওষুধ পোসাকোনাজোল দেওয়া যেতে পারে ৷"