পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

MS Dhoni : আরও বড় দায়িত্ব, এনসিসি-র পুনর্গঠনের জন্য গড়া কমিটিতে মাহি - প্রতিরক্ষা মন্ত্রকের এনসিসি-র প্যানেলে ধোনি

প্রতিরক্ষা মন্ত্রকের গড়া এনসিসি-র পুনর্গঠন কমিটির 15 সদস্যের প্যানেলে নাম রয়েছে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং শিল্পপতি আনন্দ মাহিন্দ্রার ৷ ধোনি ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ৷

MS Dhoni
MS Dhoni

By

Published : Sep 17, 2021, 7:59 AM IST

Updated : Sep 17, 2021, 8:17 AM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : আসন্ন টি-20 বিশ্বকাপে মেন ইন ব্লু-র মেন্টর তিনি ৷ নতুন ভূমিকায় তাঁকে দেখতে মুখিয়ে অনুরাগীরা ৷ পাশাপাশি আরও এক গুরুদায়িত্ব এসে পড়েছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাঁধে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের গড়া এনসিসি-র পুনর্গঠন কমিটির 15 সদস্যের প্যানেলে রয়েছে ধোনির নাম ৷ মাঠে দেশের হয়ে লড়ার পাশাপাশি ধোনি ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল ৷ প্রতিরক্ষা মন্ত্রকের গড়া এই উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয়েছে মাহিকে ৷

বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই 15 সদস্যের কমিটি ঘোষিত হয় ৷ সেখানে ধোনি ছাড়াও রয়েছেন শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা ৷ সময়ের সঙ্গে ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-কে আরও প্রাসঙ্গিক করে তোলার জন্য এই কমিটি বিস্তৃত পর্যালোচনা করবে ৷ প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকরা জানিয়েছেন, এই কমিটি এনসিসি-র প্রসার ঘটানোর জন্য সাহায্য করবে ৷ এবং এনসিসি পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির জন্য এমনই আন্তর্জাতিক যুব সংগঠনের সর্বোত্তম অনুশীলনের সুপারিশ করবে । এই কমিটির নেতৃত্বে থাকছেন বাইজয়ন্ত পাণ্ডা, অবসরপ্রাপ্ত কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠৌর, রাজ্য সভার সদস্য বিনয় সহস্র্রবুদ্ধে, অর্থমন্ত্রকের মুখ্য আর্থিক পরামর্শদাতা সঞ্জীব সান্যাল এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাজমা আখতার ৷

আরও পড়ুন : MS Dhoni : দুয়ারে আইপিএলের দ্বিতীয় পর্ব, রকস্টার লুকে ঝড় তুললেন ক্যাপ্টেন কুল

গত বছরের 15 অগস্ট জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাঁর অবসরের বর্ষপূর্তি হয়েছে গত মাসেই ৷ তার মধ্যেই ভারতীয় দলে নতুন ভূমিকায় দেখা যাবে ভারতের সফলতম অধিনায়ককে ৷ আসন্ন টি-20 বিশ্বকাপ বিরাট-রোহিতদের মেন্টর হিসেবে কাজ করবেন মাহি ৷ এর পাশাপাশি দেশের যুব সমাজের চরিত্র গড়ে তোলা, তাঁদের শৃঙ্খলাবদ্ধ করা এবং নিঃস্বার্থভাবে দেশের সেবার জন্য আদর্শ মানুষ তৈরি করার দায়িত্ব এসে পড়েছে ধোনির কাঁধে ৷

Last Updated : Sep 17, 2021, 8:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details