বারাণসী, 24 জানুয়ারি: নৌকাভ্রমণের সময় পর্যটকরা নিয়মভঙ্গ করলে তার খেসারত দিতে হবে নৌকার মাঝিদেরই৷ রবিবার স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিলেন বারাণসীর জেলাশাসক কুশল রাজ শর্মা৷ তিনি জানান, বার্ড ফ্লু সংক্রান্ত নির্দেশিকা জারির পরই পাখিদের খাবার খাওয়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ তারপরও যদি কোনও পর্যটক নৌকা ভ্রমণের সময় পাখিদের খাওয়ান, তবে মাঝিকেই শাস্তি পেতে হবে৷
বিতর্কের সূত্রপাত ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার শিখর ধাওয়ানের একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে৷ সম্প্রতি তাঁর ইনস্টা অ্য়াকাউন্টে একটি ছবি পোস্ট করেন শিখর৷ তাতে দেখা যায়, বারাণসীতে নৌকা ভ্রমণ করছেন ওই ক্রিকেটার৷ এবং নৌকায় থাকাকালীনই পাখিদের খাওয়াচ্ছেন তিনি৷ এমনকি, ছবির নীচে যুৎসই একটি ক্য়াপশনও দিয়েছেন৷ তাতে তিনি লিখেছেন, ‘‘পাখিদের খাওয়ানোটাই আনন্দ‘‘৷