নয়াদিল্লি, 27 অগস্ট : বরাত জোরে প্রাণে বাঁচলেন বিমান এয়ারের যাত্রীরা ৷ মাঝ আকাশেই বিমান এয়ারের বিজি-022 উড়ানের পাইলট হৃদরোগে আক্রান্ত হন ৷ তাতেই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল ৷ কিন্তু সহকারি পাইলটের সৌজন্যে সেই দুর্ঘটনা এড়ানো গিয়েছে শুক্রবার ৷ শেষ পর্যন্ত নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে ওই বিমান ৷
জানা গিয়েছে, ওই বিমানটি মাসকট থেকে ঢাকা ফিরছিল ৷ আচমকাই মাঝ আকাশে হৃদরোগে আক্রান্ত হন পাইলট ৷ তখন নাগপুর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমান থেকে যোগাযোগ করা হয় ৷ দ্রুত সাহায্য চাওয়া হয় ৷
আরও পড়ুন :Sonu Sood : দিল্লি সরকারের প্রকল্প ‘দেশ কে মেন্টরস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর সোনু
নাগপুর এটিসি থেকে জানানো হয়েছে যে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে খবর দেওয়া হয় ৷ জরুরি অবতরণের সমস্ত প্রক্রিয়া সেরে ফেলা হয় ৷ বিমানবন্দরে প্রস্তুত করা হয় একটি অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম ৷
সকাল 11টা 40 মিনিট নাগাদ নাগপুর বিমানবন্দরে সুরক্ষিত ভাবে অবতরণ করে ৷ পাইলটের চিকিৎসা হয় সেখানেই ৷ তিনি আপাতত সুস্থ আছেন বলে জানা গিয়েছে ৷ ওই বিমানে 126 জন যাত্রী ছিলেন ৷ তাঁরাও সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন :Assam : অসমে দুষ্কৃতীদের লাগানো আগুনে ভস্মীভূত সাতটি ট্রাক, মৃত 5; জঙ্গি যোগের আশঙ্কা
শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বিমান নাগপুর বিমানবন্দরেই রয়েছে ৷ সব যাত্রীকে বিমান থেকে নামানো হয়েছে ৷ তাঁরা বিমানবন্দর চত্বরেই রয়েছেন ৷ আপাতত নতুন পাইলটের ব্যবস্থা করে বিমান ঢাকার উদ্দেশে রওনা দেবে বলে খবর ৷
নাগপুর বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের রাইপুরের কাছে ৷ বিমান থেকে প্রথমে যোগাযোগ করা হয় কলকাতার এটিসির সঙ্গে ৷ তাদের তরফেই নাগপুর এটিসির সঙ্গে যোগাযোগ করতে বলা হয় ৷ তখনই বিমান থেকে নাগপুর এটিসির সঙ্গে যোগাযোগ করা হয় ৷
আরও পড়ুন :Kabul Airport Blast : সংকটাপন্ন দেশে এমন বিস্ফোরণ ঘটানো জঘন্য অপরাধ, নিন্দা রাষ্ট্রসংঘের