আগরতলা, 30 জানুয়ারি: প্রত্য়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাই যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের মনোনয়ন জমা দিতে পারেন, তার জন্য ভোটমুখী ত্রিপুরার সর্বত্রই নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে (Security Tightened in poll bound Tripura) ৷ বিষয়টি নিয়ে ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন (DGP Amitabh Ranjan Exclusive Interview) ৷ সোমবারের এই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার বিষয়টিকে মাথায় রেখেই রাজ্যের পুলিশ প্রশাসন বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করেছে ৷ সেইসঙ্গে, সব মিলিয়ে মোতায়েন করা হচ্ছে মোট 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷
এদিন এই প্রসঙ্গে ডিজিপি বলেন, "আমরা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি দিচ্ছি ৷ এর জন্য রাজ্যজুড়ে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ৷ নির্বাচনী দফতরগুলির পাশাপাশি সমস্ত রাজনৈতিক দলের কার্যালয়গুলিতেও নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে ৷" এরই সঙ্গে ডিজিপি জানান, সোমবার থেকেই রাজ্যে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ এর জন্য রাজ্যে অতিরিক্ত আধাসামরিকবাহিনী মোতায়েন করা হয়েছে ৷ ইতিমধ্যেই এই বাহিনীর সদস্যরা রাজ্যে পৌঁছে গিয়েছেন ৷ তাঁদের রাজ্যের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে ৷