নয়াদিল্লি, 25 জুলাই: প্রায় দিন 15 আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বর্ধিত নজরদারিতে রাখা হয়েছিল স্পাইসজেটকে ৷ এ বার এই বিমান সংস্থার উপর থেকে সেই নজরদারি তুলে নিল অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ৷
বর্ধিত নজরদারি ব্যবস্থা থেকে এয়ারলাইনটি সরিয়ে নেওয়ার আগে বোয়িং 737 ও বোম্বারডিয়ার ডিএইচসি কিউ-400 ফ্লিটে সমগ্র ভারতে 11টি স্থানে 51টি স্পট চেক করা হয়েছে বলে মঙ্গলবার ডিজিসিএ জানিয়েছে । অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক জানিয়েছে, অনুসন্ধানগুলি (স্পট চেকের সময়) নিয়মিত প্রকৃতির ছিল এবং ডিজিসিএ সেগুলিকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করেনি ৷ ডিজিসিএ-র নির্দেশিকা অনুসারে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বিমান সংস্থা উপযুক্ত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছিল । ফলস্বরূপ, ডিজিসিএ দ্বারা বর্ধিত নজরদারি ব্যবস্থা থেকে স্পাইসজেটকে সরিয়ে নেওয়া হয়েছে ৷
গত বছর বর্ষার মরশুমে স্পাইসজেটে যে ত্রুটিগুলির কথা সামনে এসেছিল, তার পরিপ্রেক্ষিতে প্রায় দিন 15 আগে এই বিমান সংস্থাকে বর্ধিত নজরদারির আওতায় রাখে ডিজিসিএ । বারবার নিরাপত্তা সংক্রান্ত নানা ঘটনা ঘটার পর গত বছর 27 জুলাই ডিজিসিএ এই বিমানসংস্থাকে আট সপ্তাহের জন্য 50 শতাংশ বিমান চলাচল কমাতে বলেছিল ৷ এই সময়ের মধ্যে বিমান সংস্থাটিকে বর্ধিত নজরদারিতে রাখা হয় । গত বছরের 30 অক্টোবর নিষেধাজ্ঞাগুলি প্রত্যাহার করা হয় ।
আরও পড়ুন:স্পাইসজেটের বিমানে যান্ত্রিক ত্রুটি, দমদমে জরুরি অবতরণ
গত বছর এই বিমানসংস্থাকে ঘিরে অনেকগুলি ত্রুটি সামনে আসার পর ডিজিসিএ স্পাইসজেটকে কারণ দর্শানোর নোটিশ জারি দিয়েছিল । শো-কজ নোটিশের মুখে পড়ে স্পাইসজেটের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অজয় সিং তখন বলেছিলেন যে, তাঁরা একটি নিরাপদ বিমানসংস্থা চালাচ্ছেন ৷ গত দুই বছর সংবাদমাধ্যমে দু-একটি নিরাপত্তাজনিত খবর তুলে ধরার অর্থ এটা নয় যে গোটা বিমানসংস্থাটিই নিরাপদ নয় ৷ এরপর এই বিমানসংস্থাকে বর্ধিত নজরদারিতে রাখা হলেও এ বার পরীক্ষায় ফুল মার্কস পাওয়ায় সেই আওতা থেকে সরিয়ে দেওয়া হল স্পাইসজেটকে ৷