পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DGCA notice to Air India: বিমানে অভব্যতার দু’টি ঘটনায় এয়ার ইন্ডিয়াকে শোকজ ডিজিসিএ-র - ডিজিসিএ

বিমানে দু’টি অভব্যতার ঘটনায় এয়ার ইন্ডিয়াকে (Air India) শোকজ করল ডিজিসিএ (DGCA) ৷ দু’সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে ৷

DGCA notice to Air India
DGCA notice to Air India

By

Published : Jan 9, 2023, 7:46 PM IST

মুম্বই, 9 জানুয়ারি: বিমানে অভব্যতার ঘটনা কার্যত থামার নেই ৷ এবার প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা বিমানে দু’টি এই ধরনের ঘটনা সামনে এসেছে ৷ যার জেরে এয়ার ইন্ডিয়া (Air India) কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (Show Cause Notice) পাঠিয়েছে বিমান চলাচলে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিজিসিএ (DGCA) ৷ সোমবার তাদের তরফে এই তথ্য পাওয়া গিয়েছে ৷

ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, দু’টি ঘটনা গতমাসে ঘটে ৷ ঘটনার দিন ছিল গত 6 ডিসেম্বর ৷ সেদিন প্যারিস থেকে নয়াদিল্লিতে আসা একটি বিমানেই ওই ঘটনাটি দু’টি ঘটে ৷ একটিতে একজন মদ্যপ যাত্রী শৌচাগারে ধূমপান করতে গিয়ে ধরা পড়েন এবং ক্রুদের কথা শোনেননি বলে অভিযোগ ৷ দ্বিতীয় ঘটনায় একজন মহিলা যাত্রী শৌচাগারে যাওয়ায় তাঁর ফাঁকা আসনে এবং কম্বলে প্রস্রাব করে দেন অন্য এক যাত্রী ৷

ডিজিসিএ এক বিবৃতিতে জানিয়েছে, গত 5 জানুয়ারি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চাওয়া হয় ৷ তার আগে পর্যন্ত এই ধরনের ঘটনা নিয়ে তারা কিছুই জানায়নি ৷ রিপোর্ট চাওয়ার পরদিন 6 জানুয়ারি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ উত্তর দেয় ৷ তা পর্যবেক্ষণ করে দেখা হয়েছে যে বিষয়টি যাত্রীকে নিয়ন্ত্রণের সঙ্গে সম্পর্কযুক্ত ৷ সেই সংক্রান্ত যে নিয়মগুলি আছে, তা মেনে চলা হয়নি ৷ পাশাপাশি বিমান সংস্থার তরফে দেওয়া এই জবাব পর্যাপ্ত নয় এবং তা দেরিতে এসেছে ৷

ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) বা ডিজিসিএ তাই এয়ার ইন্ডিয়ার সংশ্লিষ্ট ম্যানেজারের কাছে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ৷ জানতে চেয়েছে, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না ? এর জন্য এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে দু’সপ্তাহ সময় দেওয়া হয়েছে ৷ দু’সপ্তাহের মধ্যে তাদের উত্তর দিতে হবে ৷ সেই উত্তর পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে ৷

আরও পড়ুন:চার গ্লাস হুইস্কি খেয়ে বেসামাল ছিলেন শংকর, সাক্ষী বাঙালি চিকিৎসক

ABOUT THE AUTHOR

...view details